আসন্ন দাদ্বস জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, নারায়ণগঞ্জ – ৫ আসনে জাতীয় পার্টি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এ কে এম সেলিম ওসমান এর নির্বাচনী প্রচারনায় বৃহত্তর আমলাপারা ও কালিবাজার এলাকায় এ প্রচারনা করেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা।
বুধবার ( ২৮শে ডিসেম্বর) সকালে কালীরবাজার, সর্নপর্ট্টি, ঔষধ মার্কেটে এ প্রচারনা চালায় তারা।
এসময় উপস্হিত ছিলেন বৃহত্তর আমলারা পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মোঃ হানিফ সরদার, কালীর বাজার সমিতির সভাপতি লুৎফর রহমান, ঔষধ ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ মহিউদ্দিন আহম্মেদ, ব্যাবসায়ী আবু সাঈদ চৌধুরী, মোঃ হারুন উর রশিদ, সর্নব্যাপসায়ী সমিতির সভাপতি বিশ্বনাথ কর্মকার,সাধারণ সম্পাদক স্বপন চাকলাদার, সুজন কুমার সাহা,প্রদিপ কুমার সাহা মন্টু, মানিক সরদার, মোঃ জনি খাঁন সহ প্রমূখ। এসময় ব্যাবসায়ী নেতৃবৃন্দ বিভিন্ন মাকেটে সেলিম ওসমান এর পক্ষে ভোট চেয়ে শুক্রবার আমলাপাড়া গালর্স সকুলে উঠান বৈঠক এ উপস্থিত থাকার আহবান জানান।