সারা বাংলা ৮৮ এর নাঃগঞ্জ জেলা প্যানেলের উদ্যোগে সারা বাংলা ৮৮’র পরলোকগত সকল বন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ও অসুস্হ বন্ধুদের রোগ-মুক্তি এবং আমাদের ও আমাদের পরিবারের সকল সদস্যের সুস্থ জীবন কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাদ এশা জামতলা এন এস টাওয়ার (লিফ্টের ৫) বন্ধু রিপনের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন নারায়নগঞ্জ জেলা প্যানেলের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়র মোঃ জাকারিয়া হোসেন খান, জয়েন্ট কো-অর্ডিনেটর শেখ রমিজ উদ্দিন, সাব্বির আর্টিষ্ট,প্যানেল সদস্য শাহ নেওয়াজ রিপন,কৃষ্ণা দাস,মো পন্ডিত হোসেন, আঃ মজিদ,শামসুল আলম পিন্টু, মোক্তার হোসেন,মইনুল মিঠু, জিল্লুর রিপন,টিপু, মইনুল মন্টু, নাসির হায়দার, মোখলেছুর রহমান, মঈন মনু,নাসির,সাইফুল্লাহ টিপু সহ আরো ৫০ জন বন্ধু।
দোয়া শেষে উপস্হিত বন্ধু বান্দ্ধবী মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।