বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আজমেরী ওসমান কে ফুলছিটিয়ে ভালো বাসায় শিক্ত করলো সাধারন মানুষ প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা ও হত্যার হুমকি  বক্তাবলী শহীদ দিবস স্মরণে এবি ফ্রেন্ডস এসোসিয়েশনের পক্ষে বিনম্র শ্রদ্ধা বক্তাবলী শহীদ দিবসে ধলেশ্বরী তীরের সভাপতি জিকুর শ্রদ্ধা শহরের গলাচিপা বালক সরকারী প্রাইমারী বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠিত খলনায়ক হিসেবে পারফেক্ট তারেক – শামীম ওসমান এমপি শামীম ওসমান দলীয় মনোনয়ন পাওয়ায় কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আনন্দ মিছিল দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই : নতুনধারা অবরোধের ২য় দিনে রাজপথে শক্ত অবস্থানে ছিলেন- আজমেরী ওসমান সাংবাদিক কন্যা মৃদুলাকে শুভেচ্ছা ও শুভকামনা

নগরীতে মাসব্যাপি আয়োজিত পর্যটন মেলায় রয়েল রিরিসোর্ট এর নানা আয়োজন

মনির শেখ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৭ 🪪

পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়ে’’ এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে নারায়ণগঞ্জে পালিত হলো বিশ্ব পর্যটন দিবস-২০২৩।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে সকালে নগরীতে একটি বর্নট্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মাসব্যাপি এবারের মেলায় স্টলের দোকান গুলোর মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী রয়েল রিরিসোর্ট এ আকর্ষনীয় প্যাকেল সহ ওয়েলকাম ড্রিংস,মর্নিং স্নেকস, লান্স, প্লে গ্রাঊন্ড, সুমিং পুল, হাই স্পীড ইন্টারনেট, ট্রপিক্যাল ফরেষ্ট, কার পার্কিং সহ নানা রকমের আয়োজন করেছেন।

হোটেল, রিসোর্ট, পার্ক মালিক কতৃপক্ষের সহযোগিতায় ১৭টি দোকান বরাদ্ধ দেওয়া হয়েছে। মেলায় স্টলের দোকান গুলো হলো, রয়েল রিসোর্ট, চোরাঙ্গী পার্ক, ত্র্যাডভেঞ্জার ল্যান্ড পার্ক, বাংলার তাজমহল, রাজমনি পিরামিড, সায়রা গার্ডেন, ইডেন থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্ট, সুবর্ন গ্রাম রিসোর্ট, সুগন্ধা প্লাস, এসএইচ ক্যাষ্টেল এন্ড রিসোর্ট, কউসিন, আলোকিত নারী, রং মেলা , ফল উৎসব, ক্রাইন রঙ্গী, ফেন্টাসি পার্ক সহ অনান্য প্রতিষ্ঠান।

উদ্ধোধনী অনুষ্ঠানে রয়েল রিরিসোর্ট এর ঘেষ্ট রিলেশন অফিসার নাজমুল হাসান অনি সহ অন্যন্য কর্মকর্তা-কর্মচারীগণ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপপরিচালক (স্থানীয় সরকার ) মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাফিয়া আক্তার শিমু,মনজুঅতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ. এম. সালাউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নূরুন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ সাকিব-আল-রাব্বি সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102