নারায়ণগঞ্জের সদর উপজেলাধীন আলীরটেক ইউনিয়নের সকল নাগরিককে ঈদ-উল-আাযাহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলীরটেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তরুণ সমাজ সেবক হাজী মো. শাহীন রাজু। আজ এক বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জ্ঞাপন করেন। পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে তিনি এখন সৌদি আরব অবস্থান করছেন।
তিনি বার্তায় বলেন,মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করে থাকি।
তিনি আারো বলেন, ঈদ শুধু আনন্দ উদযাপনেরই নয়, ঈদ হচ্ছে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ধনী-গরীবের পার্থক্য ভুলে যাওয়ার শিক্ষা দিয়ে ঈদ মানুষকে সৌহার্দ্যের পথ দেখায়। মানুষে মানুষে হিংসা ও হানাহানিকে দূর করে মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার কথা বলে ঈদ।
পরিশেষে আমার আলীরটেক সহ নারায়ণগঞ্জ বাসীকে জানাই পবিত্র ঈদ-উল-আযাহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।