বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এর অবৈধ হরতালের প্রতিবাদে মুসাপুরে বিক্ষোভ  ২য় বারের মত আজান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের হরতাল বিরোধী র‍্যালী ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী আহুত বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার আহ্বান কর্মী সম্মেলন বাস্তবায়নে চাষাঢ়ায় খেলাফত মজলিসের গণসংযোগ শীতলক্ষ্যা বাঁচাও, বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ো!” দাবীতে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন তারেক রহমানের নির্দেশ অমান্য করে কারো বিএনপির রাজনীতি করার অধিকার নাই : সেলিম সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ এর সদস্যপদ পেলেন সাংবাদিক মোঃ মিঠুন মিয়া নারায়ণগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি নীতি সংস্কারের দাবিতে মানববন্ধন আমলাপাড়ায় খা‌লেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ

তৃষ্ণার্থদের মাঝে শরবত ও আইসক্রীম বিতরণ করলেন হাবিব মেম্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২১৯ 🪪

তৃষ্ণার্থ জণসাধারণ ও স্কুল পড়ুয়া ছাএছাএী মাঝে ২য় দিনব্যাপী শরবত ও আইস ক্রীম বিতরণ করেছে কাশিপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড জনপ্রিয় মেম্বার ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব মেম্বার।

গত সোমবার,মঙ্গলবার (২৯,৩০ এপ্রিল) ২দিনব্যাপী এ কর্মসুচী পালন করে হাবিব মেম্বার সমর্থক গোষ্টী।

১ম দিন সোমবার ২৯ এপ্রিল সকাল থেকে কাশিপুর বিভিন্ এলাকায় যেমন – কাশিপুর খিল মার্কেট, দেওভোগ বাংলা বাজার,কাশিপুর দেওয়ান বাড়ী মসজিদ,কাশিপুর বড় মসজিদ,ফতুল্লা পঞ্চবটি হইতে মুন্সীগঞ্জ মুক্তারপুর ফ্লাইওভার নির্মাণাধীন বাংলাদেশ ও চীন বন্দ্ধত্ব সকল শ্রমিকদের মাঝে,
দক্ষিণ গোয়ালবন্দ জামে মসজিদ মুসল্লীদের মাঝে তাছাড়া পথচারী লেবার,রিক্সা চালক দিন মজুর মানুষ কে শরবত পান করানো হয় বলে এ প্রতিবেদকের জানান।

২য় দিন ৩০ এপ্রিল সকাল থেকে বিভিন্ন স্কুলপ্রতিষ্ঠান পড়ুয়া কোমলমতি ছাএ ছাএীদের মাঝে আইস ক্রীম বিতরণ করে। শিক্ষাপ্রতিষ্ঠান গুলো হচ্ছে ৬০ নং গোয়ালবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাশিপুর শিশু কানন স্কুল, জাবালে নুর একাডেমী, নিববাস স্কুল,সোনার মদিনা একাডেমী গাউছিয়া খলিলিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা।

এ বিষয়ে এক সময়ের তখুর সংগ্রামী ও মেধাবী ছাএনেতা হাবিবুর রহমান হাবিব বলেন,মানু্ষ মানুষের জন্য। এই মানুষগুলো পরিশ্রম করে বলেই আমরা সুখে শান্তিতে বসবাস করি। আমাদের জীবন অনেক সহজ তাই সেই সকল মানুষকে একটু পানির পিপাসা মিটানোর জন্যই গত দুইদিন ব্যাপী শরবত ও আইসক্রীম বিতরণ করেছি। আমার সমর্থক গোষ্ঠীর ব্যবস্হাপনায় বিভিন্ন এলাকায় ঠান্ডা বরফ শরবত,লেবুর শরবত,বীট লবণ,খাবার স্যালাইন,টেংক শরবত পথচারী ও স্কুল পড়ুয়া ছাএছাএীদের মাঝে আইস ক্রীম বিতরণ করি। প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ।বিশেষ করে বৃদ্ধ শিশু বাচ্ছা প্রখর বৌদ্রে অতি কষ্ঠকর জীবনযাপন করছে। মানুষ এক গ্লাস পানির জন্য কলিজাটা ফেটে যাচ্ছে।পথচারী ও ছাএছাএীদের সামান্য শান্তি দেওয়ার জন্য আমরা এ কর্মসুচী পালন করি।সমাজের ধনীরা পথচারী মানুষের কথা ভেবে এগিয়ে আসবে আমি অনুরোধ করব।
স্হানীয় এলাকাবাসীরা এ
প্রতিবেদকের জানান হাবিব মেম্বার দেশের যে কোন প্রকৃতিক দূযোগ মানুষের পাশে দাড়ান। প্রতি বছর ঈদে গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102