১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারী মায়ের ভাযা বাংলাকে সবার উপরে স্হান দেবার জন্য ও ভাষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য যারা বুকের রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধান্জলি জানিয়েছেন নাঃগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শামীম ওসমানের সুযোগ্য পুএ অয়ন ওসমানের পক্ষে আলহাজ্ব এম সাঈফ উল্লাহ বাদল ভাইয়ের নির্দেশে কাশিপুর ২নং ওয়ার্ড যুবলীগ নেতা মুন্না আহমেদ।
মহান একুশ উপলক্ষে তিনি বলেন, বাংলা মায়ের দামাল সন্তানরা যারা লেখাপড়া না করে বাংলাকে মায়ের ভাযা হিসেবে প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত বিলীন করে আমাদেরকে বাংলা ভাষা কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্হল থেকে গভীর শ্রদ্ধান্জলি জানাচ্ছি।