শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী’র জন্মদিন উপলক্ষে না’গঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের মিলাদ ও দোয়া ওদের দৃষ্টি পরেছে বাংলাদেশের সেন্টমার্টিনসহ আমাদের দক্ষিনাঞ্চলের দিকে-খোকন সাহা শারদীয় দূর্গোউৎসব সুন্দর ও সুষ্ঠু ভাবে পালন করার লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা বিএনপির সমাবেশে মাহামুদুর রহমান সুমনের বিশাল শোডাউন নগরীতে মাসব্যাপি আয়োজিত পর্যটন মেলায় রয়েল রিরিসোর্ট এর নানা আয়োজন এ্যাড,সাখাওয়াত ও এ্যাড, টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির বিশাল মিছিল নানা আ‌য়োজ‌নে না’গঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পা‌লিত শহরজুড়ে অবৈধ স্ট্যান্ড-যানজট দুর্ভোগে নাজেহাল জনজীবন  না’গঞ্জ জেলা আইনজীবী সমিতির ব্যাচ-২১ এর ২য় বর্ষপূর্তি পালন রূপগঞ্জের সেই হানজালা কারাগারে

বাংলাদেশে কোন পরাশক্তিকে ঘাটি করতে দিবো না-সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে

পরিবেশ পরিস্থিতি অনুকুলে থাকলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারী নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আগামী ৪ তারিখ দলের ঘোষণা আসবে। আপনারা এখন থেকেই কাজে লেগে যান।

নারায়ণগঞ্জ নগরীর জিমখানার মাঠে আয়োজিত মহা সমাবেশে শনিবার (২রা সেপ্টেম্বর)তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ আসলাম হোসাইন। নিবন্ধন পাওয়ার পর নারায়ণগঞ্জে দলটির প্রথম সমাবেশ এটি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে,
সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারী বলেন, সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আসুন আমরা আলোচনার মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কি ভাবে করা যায়। সেটা নিয়ে বসি। আমরা একই দেশের মানুষ, একই সমাজের লোক। নিজেদেরকে আপন করে নিয়ে পরিচ্ছন্ন রাজনীতি করতে এগিয়ে আসুন। সেটাই হবে সবার জন্য মঙ্গল, ১৭ কোটি মানুষের আশা ভরসার প্রতীক হবে।

বিদেশীদের হুসিয়ারী দিয়ে বলেন, বাংলাদেশে কোন পরাশক্তিকে ঘাটি করতে দিবো না। যে পরাশক্তি গুলো এদেশকে তাদের তাবেদার বানানোর ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র সফল হবে না। আমরা চিনি কারা এদেশে স্বাধীনতার পক্ষে ছিল, বিপক্ষে ছিল। সুতরাং এ দেশে মাতব্বরী করে ভাগ বসানোর চেষ্টা করবেন না। আমরা বিদেশী কোন পরাশক্তিকে প্রভু হিসেবে দেখতে চাই না। আমরা চাই বন্ধু হিসেবে, বন্ধুত্বের যতটুকু সীমাবদ্ধতা আছে, ততটুকু সীমাবদ্ধতায় থাকার চেষ্টা করবেন। প্রভু হতে গেলে আপনারা প্রত্যাবর্ত হবেন। সুতরাং আমাদের কোন প্রভু নাই। আমাদের প্রভু এক আল্লাহ, আর নিচে দেশের জনগণ। তাদের উপর ভরসা করি আমরা।

ড,সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারী বলেন, যে শকুনরা আমাদের দেশের দিকে তাকাচ্ছে। সেই শকুন গুলোকে তারাতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার দরকার আছে। বাংলাদেশ কৃষক শ্রমিক পাটি আমাদের পাশে আছে। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি আমাদের সাথে আছে। বাংলাদেশ ইসলামী ঐক্যজোট আমাদের পাশে রয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ-বিএনপির জন্ম অনেক আগেই। সুপ্রিম পার্টির এখনও ১ মাস হয় নাই। অথচ, সুপ্রিম পার্টি নিয়ে অনেকেরই ঘুম হারাম হয়ে গেছে। অনেকেই চিন্তা করছে, সুপ্রিম পার্টি বানানো হয়েছে, বিএনপিকে ভাঙ্গানোর জন্য। বিএনপি কি তাহলে কচু পাতার পানি হয়ে গেলো? সুপ্রিম পার্টি কাউকে প্রতিপক্ষ মনে করে না। সুপ্রিম পার্টি আদর্শ নিয়ে এগিয়ে যাবে। কারো দয়া অনুগ্রহে সুপ্রিম পার্টি তৈরি হয়নি।

এসময় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক আকন্দ, মোঃ মনির হোসেন, পীরজাদা মু গোলাম মহিউদ্দিন লতিফী, আলহাজ্ব মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, অতিরিক্ত মহাসচিব মুফতী গাজা বাকী বিল্লাহ আল আযহারী, জাতীয় স্থায়ী পরিষদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যোবায়ের আহমদ মারুফ, মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক মিরানা জাফরীন চৌধুরী, মোঃ হাবিবুর রহমান পায়েল মুখতার হোসেন মেনন, অ্যাড, শাহ আলম অভি, মোঃ দেলোয়ার হোসেন , সহ দপ্তর সম্পাদক একে নাহিদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদ আজমাঈন আসরার, নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহসভাপতি মোঃ মাসুম গাজী, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির মুন্সিগন্জের সভাপতি এস, এম, বারী সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102