নারায়নগঞ্জের বন্দর উপজেলার সাবদী কলাবাগ এলকার নিবাসী এ্যাড,আপেল মাহমুদের পিতা – মরহুম মোঃ ইয়ানবী সরকারের নামাযের জানাযা ও দাফন সম্পূর্ণ হয়।
বুধবার, (২৬জুলাই) সকাল ৯টায় সাবদী কলাবাগ জামে মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুম কে কলাগাছিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত মহোনপুরের জান্নাতুল বাকী কবরস্হানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য যে গত বুধবার মধ্যে রাতে সাবদী কলাবাগ এলাকার নিজ বাসভনে বাধ্যক্য জনিত কারনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
মৃত্যু কালে মরহুম এর বয়স হয়েছিলো (৯০)। তিনি ৫ ছেলে ও তিন কন্ন্যা, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী আত্বিয় সজন রেখে গেছেন।।