:অনলাইন পোর্টালের নির্বাহি সম্পাদক মোঃ কাজী ইয়াসিন ইকবাল ক্যানির পিতা মোঃ কাজী মামুন ইকবাল মৃত্যবরন করিয়াছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) রবিবার (১৯শে মে) দিবাগত রাত সাড়ে ১১ টার সময় ঢাকার একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৬৫)। তিনি দুই পুত্র ও তিন নাতি , আত্মিয় সজন সহ অসংখ্য গুনগ্রাহি রেখেগেছন। মৃত্যুর কিছুদিন পূর্বে উনার স্ত্রী এ পৃথিবীর মায়া ত্যাগ করেন। আজ সকাল ১০টায় নগরীর জল্লারপার এলাকার জামে মসজিদে জানাযা শেষে পাইকপাড়া বড় কবরস্থানে তাকে শায়িত করা হয়।
এসময় কবরস্হানে পিতা কে দাফন করার সাংবাদিক ক্যানি স্ট্রক করলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে জরুরি চিকিৎসা দেওয়া হয় বর্তমানে সে সুস্থ্য আছে। সে সকলের কাছে দোয়া প্রাথী।