পবিত্র মেরাজুন্নবী (সাঃ)
ও ওরশে খাজা গরীবের নেওয়াজ উপলক্ষে গোগনগর গাউছিয়া ইসলামী পাঠাগারে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৯ ফেব্রুয়ারী বাদ এশা গোগনগর গাউছিয়া ইসলামী পাঠাগার মিলনায়তন এ আয়োজন করা হয়।
গাউছিয়া পাঠাগার পরিচালনা পরিষদের সভাপতি জাকির হোসেন মন্ডল এর সভাপতিত্বে সংবধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সোবহান সমাজসেবক, গোগনগর,নারায়ণগঞ্জ।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব
মোঃ মনির হোসেন আহ্বায়ক,
গাউছিয়া কমিটি বাংলাদেশ,
নারায়ণগঞ্জ সদর থানা।
বিশেষ অতিথি ছিলেন
এডঃ মোঃ দুলাল হোসেন
জজ কোর্ট, নাঃগঞ্জ। গাজী মোঃ সোহেল রানা ইন্সপেক্টক,
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স,ঢাকা।হাবিবুল হাসান সমাজসেবক,গোগনগর,
নাঃগঞ্জ।
মাহফিলে বয়ান করেন হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম দুলালী আল কাদেরী ইমাম ও খতিব,বায়তুল নুর উল্লাহ জামে মসজিদ,ডিয়ারা, নাঃগঞ্জ। হযরত মাওলানা মুফতি গাজী আব্দুল হাফিজ ইমাম ও খতিব গাউছুল আজম জামে মসজিদ,পূর্ব মসিনাবন্দ,গোগনগর, নাঃগঞ্জ।
এসময় উপস্হিত ছিলেন গোগনগরের বীর মুক্তিযোদ্ধা রাশেদ মিয়া,বীর মুক্তিযোদ্ধা শের মোহাম্মদ,পাঠাগারের সাধারণ সম্পাদক সাহাবুর, মিজানসহ কমিটি অন্যান্য সদস্যবৃন্দ।