শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় হোসিয়ারী মালিকরা সম্মানিত  হয়েছেন – ইবনে আল কাওছার ফতুল্লায় ‘স্বপ্ন সম্ভাবনার না’গঞ্জ বির্নিমানে আমাদের করনীয় শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ১৮ নং ওয়ার্ডে জনসচেতনতা র‍্যালি ও মরহুম কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো’র ১০ তম মৃত্যু বার্ষিকিতে মহানগর বিএনপির দোয়া  প্রয়াত প্রবীণ সাংবাদিক তোফাজ্জল হোসেনের স্মরণে নাগরিক স্মরণ সভা আজকে আমরা নির্বাচনে অংশ নেয়ায় হোসিয়ারী মালিকদের সম্মান বৃদ্ধি পেয়েছে – দিদার খন্দকার  সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি এলাকা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ রূপগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা বাসে ডাকাতির ঘটনায় দশদিন পর তিন ডাকাতকে গ্রেপ্তার টক অব দ্য টাউন, না’গঞ্জের বিভিন্নস্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টার

সুবিধাবঞ্চিত মানুষের পাশে ‘VHALO’র শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৫৬ 🪪

নগরীর ১৫নংওয়ার্ডের ডাইলপট্টি এলাকায় আন্তর্জাতিক অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান BHALO’র শাখা উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ ৪- আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান। সোমবার (২২শে এপ্রিল) বিকেল ৪টায় ” ভালো” সেবামূলক ঐ প্রতিষ্ঠান এর উদ্বোধন করা হয়।

সংগঠনটির উপদেষ্টা ও বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, আমাদের নতুন সময় পত্রিকার সাবেক সম্পাদক নাঈমুল ইসলাম খান, BHALO`র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার রহমান, স্বাথ্য বিষয়ক পরিচালক ডাঃ শামীম আহমেদ।

প্রধান অতিথির বক্তব্য সাংসদ শামীম ওসমান বলেন, মানুষের দুইটা জিনিস খুব দরকার। খুদা লাগলে খাবার, অসুস্থ হলে চিকিৎসা। আমার বাবা গ্রেপ্তার হওয়ার পর খুব খারাপ ভাবে আমাদের দিন গেছে। আওয়ামী লীগের বহু বড় বড় নেতা, কেউ আসেনি তখন। তোলারাম কলেজের ভিপি ছিলাম, ছাত্রনেতা হিসেবে যতটা ক্ষমতাবান ছিলাম আমার মত দশটা এমপিরও তত ক্ষমতা ছিলো না। তখনও কিন্তু ৯শত টাকার জন্য আমি আমার পরিক্ষার ফরম ফিল-আপ করতে পারি নাই। ঐ সময়ে আমি একটা সই দিয়ে এক হাজার ছেলের বেতন মওকুফ করে দিয়েছি অথচ তখন আমি আমার নিজের বেতন মওকুফ করি নাই। কারণ এটা আমার আদর্শ ছিলো এবং আছে। কিন্তু এখন কেমন জানি সব দিকে কেমন খাই খাই ভাব। এমন মনে হয়, যে মানচিত্রটাই খেয়ে ফেলবে। আমাদের নতুন প্রজন্মের কাজ হচ্ছে, ভালো মানুষদের জন্য রাস্তা পরিস্কার করা। আর বিনিময়ে কিছু না চাওয়া। মানুষের সমালোচনা করা অনেক সহজ, কিন্তু মানুষের প্রশংসা করা খুব কঠিন। তবে, আমরা চেষ্টা করি সবাইকে ভালো বলতে।

তিনি বলেন, সবাই যদি আমরা ভালো কাজ করি তাহলে পৃথিবী ভালো হয়ে যায়। যারা আজ যুদ্ধে লিপ্ত তারা যদি দুই বছর অস্ত্র তৈরি করা বন্ধ করে তাহলে পৃথিবীর কোন মানুষ না খেয়ে থাকবে না।
সাংসদ পত্নী সালমা
ওসমান লিপি বলেন, আমি বাংলাদেশের যেকোনো জায়গায় যেকোনো জেলায় কোন বিপর্যয় হলে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমার ছোটখাটো একটা টিম রয়েছে। কিন্তু BHALO‘র ব্যাপকতা দেখে, আমার মনে হচ্ছে আমরা নিজেরাই সফল। BHALO‘র এই সফলতাকে আমার নিজের সফলতা মনে হচ্ছে। আমার বড় ভাইয়ের কাছ থেকে শুনে সবচেয়ে বেশি ভালো লেগেছে গাজায় তারা ইফতার সামগ্রী পাঠাতে পেরেছে। সেই অভুক্ত মানুষগুলোর জন্য যারা ইফতার খেতে পায় না। ইফতারের সময় তারা ঘাস খেয়ে অনেক সময় ইফতার করেছে এবং খাদ্যের অভাবে বহু মানুষ মারা গেছে। সেখানে তারা গাঁজা পর্যন্ত পৌঁছাতে পেরেছে, তারা চেয়েছে বলে এবং তাদের নিয়ত ছিল বলে সেই মানুষগুলোর কাছে তারা খাদ্য পৌঁছে দিতে পেরেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম এ সালাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ইমতিনান ওসমান অয়ন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর আব্দুল করিম বাবু, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102