৬ই ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন সর্বোভম রাষ্ট্র হিসেবে ঘোষণা উপলক্ষে আলোচনা সভা ও ৱ্যালী অনুষ্ঠিত ।
শনিবার (৯ডিসেম্বর) রাতে নগরীর আলী আহম্মদ চুনকা মিলনায়তনে ভারত -বাংলাদেশ ফ্রেন্ডসিপ সেন্টার নারায়ণগঞ্জ শাখা কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উদ্বোবধক হিসেবে উপস্হিত ছিলেন আই,বি,এফ,সি”র সভাপতি এ্যাড,শুভাশিষ সমাদ্দার, নারায়নগন্জ জেলা কমিটির সভাপতি মোঃ পারভেজ বেপারী”র সভাপতিত্বে, ও কাজী মোঃ ওয়াশিমের সন্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা মেজর জেনারেল (অব) আব্দুর রশিদ, সিনিয়র সহ সভাপতি প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আশালতা বৈদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিনহাজুল ইসলাম মিনহাজ, কুমার কল্যান, আনিস মাহমুদ,জীবন কুমার, ইকবাল বাহার, আলী আবরার, মোঃ রাজ্জাক, নুরে আলম ওসমানী, টি,আই,এস,বিউটি, মোস্তাফিজুর রহমান মাসুম,সহ প্রমূখ। এর পুর্বে একটি বনার্ঢ্য ৱ্যালী বের করে সংগঠন এর নেতৃবৃন্দ।