উদ্বোধনী খেলায় ব্রাদার্স স্কোয়াড ও আয়শা স্পোর্টিং ক্লাবের মাঝে প্রতিদ্বন্দ্বিতা হয়। খেলায় আয়েশা স্পোটিং ক্লাব, ব্রাদার্স স্কোয়াড কে ১- ০ গোলে পরাজিত করে।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , কে, বি,সাহা বাইলেন আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ হানিফ সরদার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি মোঃ শাহজাহান খোকন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ রবিউল ইসলাম জমজম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হিরা সরদার, বিএনপি নেতা মোঃ মাসুম, মোঃ মাহবুব উল আলম, দুলাল সরদার, মোঃ মানিক সরদার, মোঃ বিকি সরদার,, মোঃ মানিক চান, মোঃ মেহেদী হাসান সনি সহ প্রমূখ।
খেলার পরিচালনায় ছিলেন, মোঃ মাসুৃম, মোঃ ওহিদ, জয়, মোঃ অনিক, মোঃ ইমন, মোঃ রাহাত, নাঈম হাসান, মোঃ কাইফ, মোঃ সাহিল, মোঃসামির, মোঃসিয়াম ।