তিনি বৃহস্পতিবার (৮ই অক্টোবর) বিকেল ৩টায় কিডনি রোগ জনিত কারণে দেওভোগ পাক্কা রোড খানকাগলির নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। মতৃকালে তিনি, স্ত্রী, ২ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্বিয় স্বজন গুনোগ্রাহী রেখে গেছেন। অদ্য বাদ এশা দেওভোগ শুক্কুরকারী জামে মসজিদে নামাজে জানাযা শেষে পাইকপাড়া বড় কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমার মৃত্যুতে মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি আক্রাম আলী শাহীন গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও আরও গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ওসমান আলী লিটন, মাহবুবুর রহমান স্বপন, ইমরান হোসেন পাখি, মোজাম্মেল হোসেন লিটন,রাজা হোসেন সহ প দলিয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।