৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা একটি মানবিক,অসাম্প্রদায়িক,অরাজনৈতিক,ধর্ম নিরপেক্ষ,প্রবীণ নাগরিকদের সমন্বয় সংগঠিত মননশীল পরিবর্তনশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
২১,০৯,২০২৪ তারিখ শনিবার বিকেল ৫,৩০ মিনিটে নারায়ণগঞ্জ বরফকল ঘাট, চৌরঙ্গী ইকোপার্কের ভাসমান জাহাজে ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা সংগঠন আয়োজিত সিনিয়র সিটিজেন মূল্যায়ণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়,
সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহ্ আলম,কোরআন থেকে তেলওয়াত পাঠ করেন ফিরোজ কায়সার,হারুনুর রশিদ সাগরের নেতৃত্বে জাতীয় সংগীতে অংশ গ্রহন করেন সকলেই ও কথোপকথন পাঠ করেন মাকসুদা ইয়াসমিন।
সভায় উপস্থিত সকল প্রবীণ নাগরিক বৃন্দ আবেগ আপ্লুত হয়ে সবাই তাদের নিজিস্ব বক্তব্য ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা সংগঠনে- জীবনের শেষ বেলায় সামাজিক অবক্ষয় ও দুঃখ কষ্টের কথা তুলে ধরেন,বক্তরা প্রবীণ সিটিজেন মূল্যায়ণ শীর্ষক মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় সংগঠনের গুরুত্বপূর্ণ অবস্থান কে
উপদেষ্টা সাবেক ফুট বলার সম্রাট হোসেন এমিলি ও মাজহারুল আলম কিসলুর-
উপস্থিতিতে সকলের উন্মুক্ত আলোচনা তত্ত্ব পাতিত্ব তুলে ধরেন। আলোচনায় বক্তব্য রাখেন,স্বাগতিক বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মামুন,শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এবি এম জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকন,সহ সভাপতি শহিদুল্লা,সহ সভাপতি ফিরোজ কায়সার,আরিফ মিহির,
আনিসুল হক হীরা,হারুনুর রশিদ সাগর,
মনিরুল হক মনির,মোস্তফা মোর্শেদ,কামাল উদ্দিন, জয়নাল আবেদীন জয়, জহির খাঁন মাহমুদ,কবি ইয়াদি মাহমুদ,কবি তিত্ত্বদাহ নলুয়া,
হামিদ কাফি, সোনার গাঁও ইউপি সদস্য রুনা আকতার, এডভোকেট বিল্লাল হোসেন,এডভোকেট মোঃ রকিবুল ইসলাম তুহিন,খান মাহবুব, মোহাম্মদ আব্দুল হালিম মুন্না, আরো অন্যান্ন সদস্য বৃন্দ। সামাজিক অবক্ষয় সমাজের কিছু সংখ্যক শিক্ষীত পরিবার এই ব্যধি একটা স্টাজে খুব স্বাভাবিক ছড়িয়ে দিচ্ছেন,কিন্তু এই ভয়াবহ পরিনতির অংশীদারিত্ব তার দিকে এগিয়ে আসছে এটা কি সে বুঝতে পারছে? মোটেও না, এই বৃদ্ধাশ্রম কেড়ে নিচ্ছে যৌথ পরিবারের ভালোবাসার সুখ সমৃদ্ধি মানুষের মাঝে নিরন্তর ভালোবাসা।
এই পরিধি থেকে মুক্তি পেতে হলে এই ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা সংগঠনের ভ্যনারে সকল কে এগিয়ে আসার আহবান জানান বক্তারা,আমরা সকলেই আজ প্রবীণ,আমাদের মাঝেও হচ্ছে কেউ প্রকাশ করি,কেউ করিনা, আমরা যেনো পরিবারে বারতি ঝামেলা,আমরা পরিত্যক্ত গৃহ পালিত পশুর মতো,নির্বাক দৃষ্টিতে মৃত্যুর অপেক্ষায় আছি,আমরা বাঁচতে চাই মানুষের মতো।
আমরা জ্ঞান বিক্রি করার সুযোগ চাই,আমরা গৃহবন্দী থেকে মুক্তি চাই,আমাদের জন্য এই ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা সংগঠনে কিছু করার সুযোগ চাই। এই সংগঠনের বৃহত্তর পরিকল্পনা প্রবীণ নাগরিকদের সামাজিক ভাবে প্রতিষ্ঠীত হওয়ার এবং সংকটগ্রস্ত প্রবীণ নাগরিকদের বয়স সমিক্ষা অনুযায়ী
শুপ্তপ্রতিভা বিকাশের সুযোগ তৈরির কারিগরী জ্ঞান চর্চার কর্মশালা প্রশিক্ষণের মাধ্যমে সামাজিক উন্নয়নে এগিয়ে আসার। আমরা চাই যারা এর অভিভাবক পৃষ্ঠপোষক উপদেষ্টা আছেন আপনাদের সেবার হাত প্রসারিত করলে আমরা পবো শেষ জীবনের পূর্ণতা। এই প্রবীণ নাগরিকদের বক্তব্যের আলোচনায় উপদেষ্টা মন্ডলি সবার অবস্থান তুলে ধরেন তাদের বক্তব্যে।
সাংগঠনিক গুরুত্বপূর্ণ তত্ত্বপাতিত্ব বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপদেষ্টা মাজহারুল আলম কিসলু,ও সাবেক ফুটবলার সম্রাট হোসেন এমিলি ৫০ ঊর্ধ্বে কফি হাউজের নিজিস্ব একটি জায়গার বিষয়ে আলোচনা করে বলেন ৫০ ঊর্ধ্ব সিনিয়র সিটিজেন নাগরিক বৃন্দ যেনো একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে সামাজিক দায়িত্ব বোধ থেকে নিজেরাও যেনো আত্ম সন্মান নিয়ে
সামাজিক বিকাশ উন্নয়নে কাজে আসতে পারে তাদের জ্ঞানো চর্চার আলোয় আলোকিত হয়ে।
এজন্য নিজেদের স্থায়ী অবস্থানের জরুরী প্রয়োজন উপলব্ধি করে, ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা সংগঠনের সকলকে আসস্ত করেন একটি নিজিস্ব জায়গার প্রয়োজনীয়তা,এজন্য সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
সব শেষে সভাপতি তার ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যর মানবিক প্রচেষ্টার কথা সমাজের একশ্রেনীর শিক্ষিত পরিবারের সিষ্টা চারের উদ্রীতে বলেন,প্রবীণ নাগরিকদের বিপন্ন পশুর মতো আচরণ করে তাদের পিতা মাতাকে রাস্তা ঘাটে বস্তা বন্ধি করে ফেলে আসে,আবার অনেকেই বৃদ্ধাশ্রমে ঠিকানা বিহীন ফেলে আসে,পরিবার বিহীন মানুষের দুঃখ কষ্ট লাগবের জন্য সিনিয়র সিটিজেন অধিকার সংরক্ষণের জন্য এই সংগঠন।
বৃদ্ধাশ্রম নয় পরিবার হোক সুরক্ষিত বাসযোগ্য স্থান প্রতিটি পরিবারের পিতা মাতার অবস্থান হোক একজন গুরুত্বপূর্ণ অভিভাবক হিসেবে নাতি নাতনির আদর সোহাগে গল্প আড্ডায় জীবনের শেষবেলা,পূর্ণতা ভরে উঠুক অধিকার এই বিষয় গুলো সংরক্ষিত করার জন্য,আসুন আমি আপনি আমরা সকলেই ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা সংগঠনকে সামাজিক দায়িত্ব বোধ থেকে এগিয়ে নিতে সহায়ক হই। নতুন প্রজন্মের প্রতি এই আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।