নাসিক শেখ রাসেল পার্কের দক্ষিণ গেইটে বটতলা মন্ডলপাড়া নাঃগঞ্জে পাক পান্জাতন গোলাম আল্লাহর পাগল আলী আজম লেংটা উদ্যোগে পাচঁ আউলিয়ার ২৯ তম ওরশ মোবারক পালন করা হয়েছে।
গত বৃহস্পতিবার শুক্রবার শনিবার ৬,৭,৮ জুন শেখ রাসেল পার্কের দক্ষিণ গেইটে ওরশের আয়োজন করা হয়।
পাক পান্জাতন আউলিয়া পাঁচজন হচ্ছে বড়পীর হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী (রহঃ), হযরত খাজা মঈনুদ্দিন চিশতী(রহঃ),হযরত শাহজালাল ইয়ামেনী (রহঃ),হযরত শাহ সোলায়মান (রহঃ),হযরত আলী আহাম্মদ চুনকা চিশতী রহঃ।
এ উপলক্ষে গত বৃহস্পতি বার ৬ জুন বাদ মাগরিব ফাতেহা শরীফ মিলাদ দোয়া ও তবারক বিতরণ, গত শুক্রবার ৭ জুন মাদ্রাসার হাফেজ ছাএ দের দিয়ে ৩০ পারা কোরআন খতম ও তবারক বিতরণ,গত শনিবার ৮ জুন ফল ফাতেহা মিলাদ দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।
ওরশ মোবারক উপলক্ষে রঙিন সাজে সজ্জিত করা হয়।লেক পাড়। বিভিন্ন এলাকা থেকে অলী আউলিয়া পাগল দরবেশ এর আশেকান জাকেরান ভাই বোনেরা উপস্হিত হন। তবারক গ্রহণ করে।