তথ্য সূত্রে জানা যায় পতিত স্বৈরাচারী সরকারের আমলে আওয়ামীলীগের বন্দর থানা সাংগঠনিক সম্পাদক ও ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুমের সাথে সক্ষতা তৈরি করে আওয়ামীলীগে ওয়ার্ড সভাপতি পদ ভাগিয়ে নিয়ে মাদকের ডিলার নেন মনির। এরপর থেকেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন কুখ্যাত মাদকব্যবসায়ী মনির।
এলাকাবাসী জানান আওয়ামীলীগের চেয়ারম্যান মাসুমের শেল্টারে ধামগড় গোকলদাসের বাগ, ইস্পাহানী, নয়ামাটি, চান মার্কেট, চৌরাবাড়ী, মালামত, মনারবাড়ি সহ অত্র এলাকায় ইয়াবা, ফেন্সিডিল, গাজা সহ সব ধরনের মাদক সরবরাহ করেন মনির। নাম বলতে অনিচ্ছুক জৈনক জানান বিগত আমলে মনিরের অত্যাচারে আমরা অতিষ্ঠ, বর্তমানেও বিএনপির নেতা কর্মীদের সাথে সক্ষতা তৈরি করে রমরমা মাদকব্যবসা চালিয়ে যাচ্ছে এই মনির।