শোকসভা ও দোয়া মাহফিলে মরহুমের কর্মময় জীবনের স্মৃতি চারন করে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড, সরকার হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড, এইচ,এম, আনোয়ার হোসেন প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন এ্যাড, বারী ভূইয়া, এ্যাড, জাকির হোসেন, এ্যাড,আবু আল ইউসুফ খান টিপু, এ্যাড,রফিক উদ্দিন আহম্মেদ, এ্যাড,আজিজুল ইসলাম হান্টু, এ্যাড,মশিউর রহমান শাহীন, এ্যাড, নবী হোসেন, এ্যাড,কামরুন্নাহার, এ্যাড, আব্দুর রশিদ, এ্যাড,খোরশেদ আলম ভূইয়া, এ্যাড,মাঈনুদ্দিন মিঞা, এ্যাড,সালাউদ্দিন সবুজ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন এ্যাড, তারাজ উদ্দিন, এ্যাড, নুরুল হুদা, এ্যাড,সেলিনা ইয়াসমিন, এ্যাড, হেলেনা বিথী, এ্যাড, আলী আকবর সহ প্রমূখ ।
প্রসঙ্গত, ২৮শে ডিসেম্বর চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। মৃত্যুকালে তিনি ২ কন্যা ও এক পুত্রসন্তানসহ স্ত্রী এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।