রবিবার (২৯শে সেপ্টেম্বর) বিকেল ৪ টায় কালীবাজার চাড়ারগোপ এলাকায় ১৩ ওয়ার্ড বিএনপির উদ্দ্যেগে এ কর্মসূচী পালন করে দলীয় নেতা-কর্মীরা ।
এসময় এলাকার ব্যাবসায়ীরা বলেন একটি কুচক্রী মহল প্রয়াত তারুু সেরাদের বংশের কেউ কখোনো আমাদের কাছে চাঁদা নেইনি,, তারা এ এলাকার ব্যাসায়ীদের সবসময় আমাদেরকে সহোযগিতা করে এসেছে। চিহ্নিত চাদাবাজরা চাঁদাবাজি করতে পারেনা বিধায় বিএনপি নেতা হিরার বিরুদ্ধে অপপ্রচার করছে। সরদার বংশের লোকজন চাদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করে বিধায় তাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছে।
আমরা প্রসাসনের কাছে দাবী জানাচ্ছি ঐ সমস্থ চিহ্নিত চাদাবাজদের গ্রেপ্তার করুন যাতে করে আমরা এখানে শান্তিতে ব্যাবসা পরিচালনা করতে পারি। অবিলম্বে কোরবান, রিফাত, রিদয়, শ্যামল গংদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার আহবান জানাই।