সিদ্ধিরগঞ্জে বন্ধ শারমিন স্টিল মিলস্ অবিলম্বে চালু ও শ্রমিকদর বকয়া বতনসহ ১০ দফা দাবিত আজ বলা ২ টায় শ্রমিকরা নারায়ণগঞ্জ প্রস ক্লাবর সামন সমাবশ ও শহর বিক্ষাভ মিছিল করা হয়।
কারখানার শ্রমিক মাঃ জুয়লর সভাপতিত্ব বক্তব্য রাখন রি-রালিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রট কদ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও সমাজতান্ত্রীক শ্রমিক ফ্রট নারায়ণগঞ্জ জলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মটস শ্রমিক ফ্রট নারায়ণগঞ্জ জলার সভাপতি সলিম মাহমুদ, রি-রালিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রট নারায়ণগঞ্জ জলার সভাপতি জামাল হাসন, সাধারণ সম্পাদক এস.এম.কাদির, কারখানার শ্রমিক পলাশ, রজ্জব আলী, ইসহাক, মমিন, রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলন, শারমিন স্টিল মিলস্ লিমিটড কারখানাটি গত ৭ ফব্রæয়ারি থক বআইনিভাব বন্ধ। শ্রমিকদর বকয়া মজুরি প্রদান করনি। শ্রমিকদর নিয়াগপত্র-পরিচয়পত্র দয়া হয় না। শ্রম আইনর কান বাস্তবায়ন নই কারখানায়। শ্রমিকরা ন্যায্য দাবির কথা বলল চল নির্যাতন ছাঁটাই। শ্রমিকরা নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প পুলিশ, জলা প্রশাসন লিখিত অভিযাগ করছ, কি এই ব্যাপার কান কার্যকর পদক্ষপ প্রশাসনর পক্ষ থক নয়া হয়নি। ফল শ্রমিকরা চাকরি হারিয় অনাহার অর্ধাহাও মানবতর জীবনযাপন করছ।
বক্তারা অবিলম্ব কারখানা চালু ও বকয়া মজুরি প্রদানর দাবি জানান।