সৈয়দপুর পশ্চিম যুব সংঘের উদ্যোগে সমস্ত কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৬ ফেব্রুয়ারী বাদ আছর সৈয়দপুর পশ্চিম মাদবরবাড়ী বালুর
মাঠে মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে সৈয়দপুর পশ্চিম যুব সংঘের সভাপতি সাঈদ হাসান বাবু সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী(ঢাকা) মুহতামিম,মারকাযে তালিমুস সুন্নাহ,
মাহমুদপুর,নারায়ণগঞ্জ। প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর ফকির বাড়ী পশ্চিম সমাজ সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ফকির।
বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন হযরত হাফেজ মাওলানা আবুল বাশার (পিরোজপুরী) খতিব, সেকশন জামে মসজিদ, মিরপুর -১২,ঢাকা। হযরত মাওলানা যায়েদ হাসান (শরীয়তপুরী) ইমাম ও খতিব,শহিদী জামে মসজিদ পুরান বন্দর, নারায়ণগঞ্জ। হযরত মাওলানা হাসিবুল ইসলাম বিন হামিদী (মাগুরা) খতিব,সৈয়দপুর কদমতলী জামে মসজিদ, নারায়ণগঞ্জ। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মোক্তার হোসেন সভাপতি সৈয়দপুর দাফন কমিটি।আক্তার হোসেন সভাপতি গোগনগর ইউনিয়ন বিএনপি। মনির হোসেন বেপারী উপদেষ্টা সৈয়দ পুর ফকিরবাড়ী পশ্চিম সমাজ।মোতালিব গাজী সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ গোগনগর ইউনিয়ন। মনির সিকদার সমাজ সেবক সৈয়দপুর ফকির বাড়ী পশ্চিম সমাজ। সুরুজ ফকির উপদেষ্টা সৈয়দপুর পশ্চিম যুব সংঘ। নাছির মাদবর সমাজসেবক সৈয়দপুর ফকিরবাড়ী পশ্চিম সমাজ। শহিদুল ইসলাম ফকির সমাজ সেবক সৈয়দপুর ফকিরবাড়ী পশ্চিম সমাজ।ইসলাম মাদবর সমাজ সেবক সৈয়দপুর ফকির বাড়ী পশ্চিম সমাজ। মন্জু ফকির সমাজ সেবক সৈয়দপুর ফকিরবাড়ী পশ্চিম সমাজ।ঈসমাইল ফকির বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণগঞ্জ। আঃ বাতেন শেখ বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণগঞ্জ। কবির মাদবর উপদেষ্টা সৈয়দপুর পশ্চিম যুব সংঘ।
এসময় উপস্হিত ছিলেন সৈয়দপুর পশ্চিম যুব সংঘ সিনিয়র সহ সভাপতি কাদির ফকির,সাধারণ সম্পাদক আল আমিন,কোষাধ্যক্ষ নাজমুল সরদারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরর্গরা।