গোগনগরে পবিএ মেরাজ ও বরাত উপলক্ষে ইজতেমায়ে জিকির ও নাতে রাসূল (সঃ) অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৩ ফেব্রুয়ারী বাদ এশা গোগনগর গাউছুল আযম জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে ফ্রেন্ডস জোন জুনিয়র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাহফিলে জাগ্রত গোগনগর সামাজিক সংয়ঠনের সিনিয়র সহ সভাপতি নাহিদ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোগনগর গাউছুল আযম জামে মসজিদের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন গোগনগর গাউচুল আযম জামে মসজিদের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জমাদ্দার। মাহফিলে হামদের বারি তাআলা ও নাতে রাসূল পরিবেশন করেন শায়ের হাফেজ মোঃ রফিকুল ইসলাম কাদেরী ইমাম ও খতিব বায়তুল জান্নাত জামেমসজিদ,সুকুমপট্রি,নাঃগঞ্জ।
শায়ের মোঃ মাহমুদুল হাসান সাজু,সানি ইমাম গাউছুল আযম জামে মসজিদ গোগনগর নাঃগঞ্জ।মোঃ মাসুম রেজা বিশিষ্ট ব্যবসায়ী গোগনগর নাঃগঞ্জ।রোকন উদ্দিন আহমেদ সাবেক সিনিয়র সহ সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ গোগনগর ইউনিয়ন শাখা। হাফেজ মোঃ জুবায়ের রেজা আওারী মুদাররেস মদিনাতুর রাসুল (সাঃ)
সুন্নিয়া মাদ্রাসা। হাফেজ মোঃ মাহাদী হাসান মুদাররেস মদিনাতুর রাসুল (সাঃ) সুন্নিয়া মাদ্রাসা।
মুনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মুফতী আব্দুল আজিজ ইমাম ও খতিব,গাউছুল আযম জামে মসজিদ গোগনগর নাঃগঞ্জ।
সার্বিক সহযোগিতায় জাগ্রত গোগনগর ও ফ্রেন্ডস জোন।