আতায়ে রাসুল হযরত খাজা গরিবে নেওয়াজ শেখ মঈনউদ্দীন চিশতী (রঃ) এর ২২তম বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
রবিবার (৪ঠা ফেব্রুয়ারী) গলাচিপা রেললাইন সংলগ্ন এলাকায় বন্ধু মহল ও এলাকাবাসী আয়োজনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় হযরত খাজা গরিবে নেওয়াজ আজমেরীর ভক্ত মোঃ রাজা মিয়ার উদ্দ্যেগে ও মোঃ ফরিদ আহম্মেদ রিপনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন গলাচিপা জামে মসজিদের খতিব হাফেজ মুফতি মুশফিকুর রহমান।
উপস্হিত ছিলেন আনন্দধাম কেন্দ্রীয় কমিটির ভাই চেয়ারম্যান আজিজুল ইসলাম বাবু,যুগ্ন সম্পাদক এ্যাড,জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, ১৩নংওয়ার্ড জাতীয় পার্টির আহবায়ক এ কে এম আবু সাঈদ চৌধুরী, সাংবাদিক শেখ মনির, মোঃ রাকিবুল ইসলাম রকি জাপা নেতা আনোয়ার হোসেন আনু, মোঃ জাকির হোসেন।
মিলাদ শেষে প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান, ভাষা সৈনক মুঃ গোলাম রাব্বানী খাঁন, মোঃ মুলকুতুর রহমান, সাবেক কমিশনা মোঃ আফতাব উদ্দিন আহমেদ, মোঃ হাতেম ঢালী সহ এলাকায় যারা মৃত্যু বরন করেছেন সকলের রুহের মাগফেরাত ও নারায়নগন্জ -৫ আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ জেলা চেম্বার অ্যান্ড কর্মাস ইন্ডাস্ট্রি এর সভাপতি মুঃ কাজল হায়দার খাঁন এর সুস্হ্যতা দীর্ঘআয়ু কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিল শেষে সকলের রান্না করা খাবার পরিবেশন করেন আয়োজকরা।
এছাড়াও আরও উপস্হিত ছিলেন মোঃ আরিফ, মোঃ গোলাম হোসেন, মোঃ ভুট্টু, মোঃ জাহাঙ্গীর হোসেন,মোঃ জিয়া, মোঃ কামাল, মোঃ আলিফ হোসেন, মোঃ সুমন মিয়া,মোঃ সেলিম, মোঃ পারভেজ,মোঃ মাসুদ, আনোয়ার হোসেন সহ এলাকার গন্ন্যমান্ন্য ব্যাক্তিবর্গ।