সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নন্দলালপুরের  প্রতারক ও বহুরূপী জাহিদ হাসানের ষড়যন্ত্রের  ফাঁদ থেকে জুয়েল ন্যায় বিচার ও মুক্তি  চায়   দেশের জনগনকে নিয়ে সরযন্ত্র করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে –এড, সাখাওয়াত না’গঞ্জে মহানগর বিএনপি’র তাক লাগানো বর্ণাঢ্য র‍্যালি গনহত্যা দিবসে সলিম ও মাহমুদ মেম্বারের নেতৃত্বে শহিদদের প্রতি  শ্রদ্ধা জানালো জাসাস   ৬০০ বছরের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ শাহী মসজিদের সভাপতি নির্বাচিত হলেন এনামুল হক খন্দকার স্বপন গনহত্যা দিবসে  বিএনপি ও যুবদলের  নেতৃত্বে শহিদদের স্বরণে শ্রদ্ধাঞ্জলী   মরহুম আবেদ আলী ও তার সহধর্মিণী এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত বক্তাবলিতে জাসাস নেতা মজিদ- সাঈদের নেতৃত্বে শহীদদের স্বরণে শ্রদ্ধাঞ্জলি মামুন মাহমুদের শান্তি সমাবেশে শরীফের তাক লাগানো শোডাউন এলএনজি পাওয়ার প্ল্যান্ট স্হায়ী বাতিল করণের দাবিতে মানববন্ধন

রায় বাতিলের দাবীতে নাঃগঞ্জে জোসেফের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২০১ 🪪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে পৃথক কারাদণ্ড প্রদানের রায় বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ আগস্ট) বিকেলে মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ব্যানারে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সেখান থেকে মিছিল শুরু করে ডিআইটি এলাকায় এসে সমাপ্ত করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে মাজহারুল ইসলাম জোসেফ বলেন, এ ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ ক্যাঙ্গারু কোর্ট আমাদের হৃদয়ের স্পন্দন দেশবন্ধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে অবৈধভাবে ফরমায়েশি রায় দিয়েছেন। আমরা জানি তারেক রহমান তার স্থাবর অস্থাবর সম্পত্তি ২০০৭ সালে জমা দিয়েছে এবং তার রিটার্ণসহ। আজকে পর্যন্ত যত ট্যাক্স তিনি তা আদায় করেছেন। জোবায়দা রহমানের মাত্র ৩৫ লাখ টাকা এফডিআর। এফডিআরের টাকায় ট্যাক্স দিতে হয় না। ব্যাংক কেটে নেয়। আমরা এই রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।তিনি আরও বলেন, এই ফরমায়েশি রায় অবিলম্বে বাতিল করে তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে সসম্মানে অব্যাহতি দিতে হবে। বর্তমান সরকার বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। নির্বাচন পদ্ধতিকে অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করে দিয়ে দিশেহারা অবস্থায় আছে। সরকার ভেবেছ তারেক রহমান এবং জোবায়দা রহমানকে সাজা দিয়ে নির্বাচন থেকে আন্দোলন থেকে দূরে রাখা যায় তাহলে বিএনপি থেমে যাবে। কিন্তু কখনও এটা হবে না। বিএনপি এমন একটি দল আমরা সবাই গ্রেফতার হয়ে গেলেও আমাদের পরবর্তী নেতৃবৃন্দ আন্দোলন চালিয়ে যাবে। এই ষড়যন্ত্রমূলক মিথ্যা রায়কে অবিলম্বে বাতিলের আহ্বান জানাচ্ছি। নয়তো নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশে রোষের আগুন জ্বলে উঠবে।
পরে বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করে নেতাকর্মীরা “তারেক জিয়া মিথ্যা মামলা তুলে নাও নিতে হবে” “তারেক জিয়া মিথ্যা রায় মানি না মনব না” “জিয়ার সৈনিক এক হও লড়াই করো”শ্লোগানে শ্লোগানে নাঃগঞ্জের রাজপথ প্রকম্পিত করে তুলে।

এ সময় উপস্থিত ছিলেন আমির হোসেন,পারভেজ মল্লিক, আলী নওসাদ তুষার,কাজী সোহাগ, আক্তারুজ্জামান মৃধা, আক্তার হোসন অপু, শাহীন ঢালী ও ইব্রাহীম ইবু,মাসুম, বাপ্পী সিকদার,মামুন,আলফু প্রধানসহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102