শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণদের এড. সাখাওয়াত এর শুভেচ্ছা সবুজের পথে নারায়ণগঞ্জ: এক লক্ষ বৃক্ষরোপণের মাইলফলক অর্জন কবর জিয়ারতের মাধ্যমে ‘ওয়ারিয়র্স অব জুলাই নারায়ণগঞ্জ’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ড জামায়াতের উদ্যােগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত  সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ড জামায়াতের উদ্যােগে বিশিষ্ট জনদের নিয়ে মতবিনিময় সভা জুলাই সনদের স্বীকৃতি ও শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে – মমিনুল হক সরকার শেখ হাসিনার সময়ে নারায়ণগঞ্জে অনেক গডফাদার সন্ত্রাসী তৈরি হয়েছে : মুহাম্মদ গিয়াসউদ্দিন প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যা: প্রধান আসামি রাসেল ফকির হবিগঞ্জ থেকে গ্রেপ্তার না’গঞ্জ আইনজীবী সমিতির নতুন চেম্বার কমপ্লেক্সের উদ্বোধন করলেন অ্যাটর্নি জেনারেল

.লীগের নেতাকর্মীদের উচিৎ শেখ হাসিনা ও শেখ পরিবারকে আজীবনের জন্য বয়কট করা : খোরশেদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭০ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, ৫ তারিখে শেখ হাসিনা ছাত্রলীগ পালিয়ে যাবার পর প্রায় ৭ দিন সারাদেশে কোন থানা প্রশাসন ছিলনা। এরকম ক্ষতি করার পরও কিছু লোক চিন্তা করে আওয়ামীলীগ শেখ হাসিনা আবার ফিরে আসবে। যারা এরকম দুঃস্বপ্ন দেখেন তাদের আমরা অনুরোধ করবো, শেখ হাসিনা ১৬ জুন থেকে আগস্ট পর্যন্ত যে জুলুম করেছে, পাখির মত মানুষ মেরেছে, যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিভিশনে দেখানো হয় সেগুলো একটু দেখার চেষ্টা করবেন।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মহানগর বিএনপি ও ১৩ নং ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা এরশাদকে বলি স্বৈরাচার। এরশাদ তো মাত্র ১৫ জনকে মেরে স্বৈরাচার খেতাব পেয়েছে। শেখ হাসিনা গত ১৫ বছরে শুধু বিএনপির ১ হাজারের মত নেতাকর্মীকে হত্যা গুম করেছে। আর এই ৫ আগস্ট উপলক্ষ্যে আন্দোলনে ২ হাজার মানুষকে হত্যা ও ২০ হাজার মানুষ আহত হয়েছে। এর মধ্যে ৫শ এর অধিক মানুষ চিরজীবনের জন্য অন্ধ কিংবা পঙ্গু হয়ে গিয়েছে। এরকম হত্যাকারীর এদেশে কোন ঠাই হয়ে পারেনা।

নারায়ণগঞ্জে অনেক বাঘ ভাল্লুক দেখেছি রাতের আধারে পালিয়ে গেছে। তাদের পালিয়ে যাবার ইতিহাস এ প্রথম না। তারা সুবিধাজনক সময়ে বাঘ হিসেবে রাস্তায় নামে আবার বিড়ালের মত পালিয়ে যায়। এরকম কয়েক দফায় তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে।

বিএনপি নেতাকর্মীদের অনুরোধ রাখতে চাই, আমরা এমন কোন কাজ করবোনা যেন এরকম ওসমানদের মত, তথাকথিত বাঘ চাটুকারদের হায়েনা বাহিনীর মত আমাদের পালিয়ে যেতে না হয়।

৫ আগস্টের পর থেকে আমাদের নেতা তারেক রহমান আপনাদের নিয়মিত অনুরোধ করছেন যেন বিএনপি জনগনের দলে পরিনত হয়, মানুষের বন্ধুতে পরিনত হয়। তারেক রহমানের আদেশ আমাদের কাছে শিরোধার্য। আমরা তারমত করে দল করবো মানুষ যেন বলতে না পারে আওয়ামীলীগের লোকের মত বিএনপির লোক।

পদ পদবি মূখ্য বিষয় না। দলকে ভালোবাসলে নিজের অবস্থান থেকে ভালোবাসতে পারবেন। আপনি বিএনপিকে ভালোবাসতে আপনার পদ পদবির প্রয়োজন নেই। আপনি ৫ জন মানুষের কাছে যদি বিএনপির কথা বার্তা তুলে ধরেন এতেই দলের উপকার হবে।

দয়া করে আমাদের কোন লোক জুলুম নির্যাতনের মত কাজ করবেন না। আমাদের এখানে অনেকে এসে বলে এই ওই তো এটা সেটা করেছে। আমরা বলি কেউ কুকুর হলে কি আপনিও কুকুর হবেন? অবশ্যই না। আমাদের অনেক ভাই বন্ধু যারা বিভিন্ন দেশে থেকেও প্রকাশ্যে গোপনে চাঁদাবাজিতে সম্পৃক্ত হচ্ছে। আপনারা এসব করবেন না কারণ আপনাদের এতে করে অবশ্যই ব্যবস্থার মুখোমুখী হতে হবে এবং এতে করে বিএনপির ক্ষতি হয়ে যাচ্ছে।

জিয়াউর রহমান এখন আল্লাহর ওলির মত ছিলেন কারণ তিনি সৎ রাজনীতিবিদ ছিলেন। এর প্রমান শেখ হাসিনা। গত ১৫ বছরে শেখ হাসিনা এমন কোন দোষ নাই যা তার নামে খুঁজে বের করে নাই। অথচ জিয়াউর রহমানের ব্যাংক অ্যাকাউন্ট, কোথাও ১০ বিঘা জমি ফ্ল্যাট আছে তা শেখ হাসিনা প্রমান করতে পারে নাই। এবং জিয়াউর রহমান তার চাকুরি জীবনে তার সহকর্মীদের নিয়ে সাভারে তিন শতাংশ জমি কিনেছিলেন যা পরে তথাকথিত এক এগারোর সরকার রাস্তা করে দেয়। তার পৈতৃক সম্পত্তি ব্যতিত তার কোন সম্পদ নেই। এজন্য আমি তার শততার জন্য আমি মনে করি এদেশের অনেক অলি আউলিয়ার সাথে তার তুলনা করা যেতে পারে।

আমাদের নেত্রী যেই ত্যাগ স্বীকার করেছেন, আমাদের নেত্রী দেশের বাইরে যেই নির্যাতন সহ্য করেছেন তার কর্মী হয়ে আমাদের ত্যাগ স্বীকার করা শিখতে হবে। দেখেন খালেদা জিয়া চাইলে শেখ হাসিনার সাথে আপোষ করে বিদেশ চলে যেতে পারতেন। উনার কষ্ট করে জেল খাটতে হতোনা। শেখ হাসিনা ৫ মিনিটে দেশ ছেড়ে চলে গেছে। উনি দেশের কথা চিন্তা করে নাই এমনকি আওয়ামীলীগের নেতাকর্মীদের কথাও চিন্তা করে নাই। আওয়ামীলীগের নেতাকর্মীদের উচিৎ শেখ হাসিনাকে এবং শেখ পরিবারকে আজীবনের জন্য বয়কট করা। উনি দেশের মানুষকে ভালোবাসেনা কারণ দেশের মানুষ উনাকে উৎখাত করেছে কিন্তু উনার নেতাকর্মীদের জন্য উনার ভালোবাসা থাকা দরকার ছিল।

তিনি আরো বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের বাইরে উনার কোন প্রভূ নেই। এই দেশ আমার এই দেশেই আমি মরতে চাই। আমাদের নেত্রী কিন্তু হাসিনার তথাকথিত আদালতে সাজা দেয়া হলেও একদিনের জন্য পালিয়ে যায় নাই আমাদের ছেড়ে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, নাজমুল কবির নাহিদ, শিব্বির খন্দকার, রানা মুজিব, শওকত খন্দকার, আনিসুর রহমান, ফারুক মাল, রাসেল আহমেদ মনির, মিরাজ ভূইয়া, শেখ মো: আসলাম, আব্দুল হাই, আলেক চান, মিরাজ ভূইয়া, শহিদুল ইসলাম সেন্টু, মো: চঞ্চল, দীন ইসলাম দেলু, মনা, পমেল হোসেন, মাসুদ আহমেদ, মিঠু, মহিউদ্দিন, আকরাম পলাশ, রিপন শিকদার, শ্রমিক নেতা জামাল হোসেন, হকার্স দল নেতা মো: মুসা, ছাত্রদল নেতা অনিক প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102