কাশিপুর দারুল উলুম মারকাযুত তাক্বওয়া (বালক বালিকা)মাদ্রাসার হাফেজ ছাএদের দস্তার বন্দি উপলক্ষে ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ১৫ জানুয়ারি বাদ আছর কাশিপুর উত্তর শান্তিনগর
আলাউদ্দিন মসজিদ সংলগ্ন মাঠে দারুল উলুম মারকাযুত তাক্বওয়া মাদ্রাসা ও যুবকদের উদ্যোগে ইসলামী মহা সম্মেলন আয়োজন করা হয়।
মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন মুফতী আব্দুল মান্নান ওসমানী দা.বা. মুহাদ্দিস, জাকারিয়া দারুল উলূম মাদ্রাসা,খুলনা।
উদ্বোধনী বয়ান পেশ করেন মুফতী মামুনুর রশীদ দা.বা মুহাদ্দিস, দেওভোগ মাদ্রাসা ও উপদেষ্টা অএ মাদ্রাসার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল।
প্রধান মেহমান ছিলেন ভোলাইল বাজার ওয়ালটন ডিলার ও
অএ মাদ্রাসার উপদেষ্টা
তরিকুল ইসলাম তপন।
বিশেষ বক্তা ছিলেন মুফতী হারুনুর রশিদ দা.বা.মুফতী আল- আমিন শেখ,মুফতী ফয়সাল ফরায়েজী, মুফতী ইসহাক আল ফরিদী,মুফতী নজরুল ইসলাম(এরশাদ),মাওঃ আব্দুল কাদির বিন হুসাইন,ক্বারী মাওঃ সাইফুল ইসলাম মাদানী।
মহাসম্মেলনে সভাপতি ছিলেন আলহাজ্ব গোলাম সারোয়ার উপদেষ্টা অএ মাদ্রাসা ও সহ-সভাপতি জান্নাতুল নাঈম জামে মসজিদ হাজীপাড়া,সহ – সভাপতি ছিলেন আলহাজ্ব নাছির উদ্দিন উপদেষ্টা অএ মাদ্রাসা ও সমাজসেবক শান্তিনগর।
আরজগুজার ছিলেন অএ মাদ্রাসা মুহতামিম হাফেজ মাওলানা মুফতি হুমায়ুন কবির,অএ মাদ্রাসা উপদেষ্টা ও সমাজসেবক শান্তিনগর আলহাজ্ব হাবিবুর রহমান
।