ফতুল্লা উত্তর মাসদাইর জামিআ ইমাম আবু হানিফা রহ.খোরশেদ আলম ইসলামীয়া মাদরাসায় ১৫ তম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৫ নভেম্বর বাদ আছর মাদরাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
মাহফিলে উওর মাসদাইর বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব গোলাম হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবস্হাপনা ও পরিচালক ডয়েজল্যান্ড এ্যাপারেলস লিঃ আলহাজ্ব আরিফুর রহমান।
মাহফিলে বয়ান পেশ করেন মুফতী আব্দুল বাতেন কাসেমী দা.বা.
শাইখুল হাদীস ,জামিয়া আরাবিয়া খাদিমুল মিরপুর ঢাকা। পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা ঈসমাইল দা.বা.খতিব বায়তুস সালাত জামে মসজিদ চারারগোপ কালীর বাজার।হযরত মাওলানা মাসদুকুর রহমান আল। ফরিদী খতিব বায়তুল মুক্কাদাস জামে মসজিদ গাবতলী মাসদাইর নাঃগঞ্জ।
এসময় উপস্হিত ছিলেন অত্র মাদরাসায় মুতাওয়ালী শাহেদ আলম দীপুসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ মাদরাসার শিক্ষক ও ছাএরা।
মাহফিল পরিচালনা করেন অএ মাদরাসার মুফতী নিজাম উদ্দিন মুফতী আদোয়ার হোসেন মুফতী মনিরউজ্জান।