শুক্রবার, ২০ জুন ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসনের অভিযান সিদ্দিকুর রহমান উজ্জ্বলের মায়ের মৃত্যুতে না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবের শোক নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ নদী ভাঙ্গনের কবলে শান্তিনগর কবরস্থান নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত বন্দরে এমপি পুত্র আশার উদ্যোগে ৩১ দফা প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন ফতুল্লায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা: বাবা-মা গ্রেফতার তাতীঁদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বলের মাতৃবিয়োগে সাবেক এমপি গিয়াসউদ্দিনের শোক সোনারগাঁয়ে রতন হত্যা: ক্লুলেস মামলার আরও এক আসামি র‍্যাবের হাতে আটক জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি ঘোষনা

টানা দ্বিতীয় দিনে না’গঞ্জ মহানগর বিএনপি’র ১৬ স্থানে দোয়া ও তবারক বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৮০ 🪪

 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ঘোষিত ১০ দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগর বিএনপির আওতাধীন সদর ও বন্দর উপজেলার ৭টি ইউনিয়নের ১৬টি স্পটে এই কর্মসূচি পালিত হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে প্রতিটি স্পটে উপস্থিত থেকে কর্মসূচি সফল করেন।

শনিবার দুপুর ১২টায় নগরীর মিশনপাড়া হোসিয়ারী সমিতি থেকে গাড়িবহর নিয়ে আলীরটেক ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও তবারক বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। আলীরটেক ইউনিয়নের সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং পরবর্তীতে ৯ নং ওয়ার্ড সভাপতি নেকবর বেপারী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এরপর পর্যায়ক্রমে বিভিন্ন স্পটে কর্মসূচি পালিত হয়:

  • সদর থানা এলাকা: গোগচর ব্রিজ সংলগ্ন খালি জায়গায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহসীন হোসেনের উদ্যোগে; গোগনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লিটন মিয়ার উদ্যোগে এবং গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজির উদ্যোগে দোয়া ও তবারক বিতরণ করা হয়।

  • বন্দর থানা এলাকা: শীতলক্ষ্যা সেতু পার হয়ে বন্দর থানা বিএনপি নেতা আবু সাঈদের উদ্যোগে; কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের আয়োজনে সাবদিসহ তিনটি স্পটে; ঘারমোড়া এলাকায় কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মতিউর রহমান মতিনের উদ্যোগে; মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া ও সাধারণ সম্পাদক শাহিন মিয়ার উদ্যোগে; বন্দর ইউনিয়ন বিএনপির উদ্যোগে; ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকারের উদ্যোগে এবং ধামঘর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানার উদ্যোগে কর্মসূচি পালিত হয়।

  • মদনপুর ইউনিয়ন: সর্বশেষ বন্দর উপজেলা ও মদনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে, উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনের নির্দেশনায়, ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূঁইয়ার তত্ত্বাবধানে দেওয়ানবাগ এলাকায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত হয়।

কর্মসূচি শেষে মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম ও ভালোবাসার নৈতিকতাকে বুকে ধারণ করে আমাদের অঙ্গীকার হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো সৎ হয়ে বাংলাদেশকে গড়ে তোলার আদর্শ ও নৈতিকতা লালন করা। তাঁর দেখানো পথে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আগামী দিনে বিএনপি রাষ্ট্র গঠন করবে।”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “শহীদ জিয়া ছিলেন স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা তাঁকে হত্যা করেছে। শহীদ জিয়া বেঁচে থাকলে বাংলাদেশ আজ আধুনিক বাংলাদেশে রূপান্তরিত হতো। আমরা সেই স্বপ্ন পূরণে কাজ করব।”

দিনব্যাপী এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব এডভোকেট আনোয়ার প্রধান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনসহ মহানগর ও বিভিন্ন থানা-ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102