শুক্রবার, ২০ জুন ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসনের অভিযান সিদ্দিকুর রহমান উজ্জ্বলের মায়ের মৃত্যুতে না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবের শোক নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ নদী ভাঙ্গনের কবলে শান্তিনগর কবরস্থান নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত বন্দরে এমপি পুত্র আশার উদ্যোগে ৩১ দফা প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন ফতুল্লায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা: বাবা-মা গ্রেফতার তাতীঁদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বলের মাতৃবিয়োগে সাবেক এমপি গিয়াসউদ্দিনের শোক সোনারগাঁয়ে রতন হত্যা: ক্লুলেস মামলার আরও এক আসামি র‍্যাবের হাতে আটক জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি ঘোষনা

না’গঞ্জে ভুয়া ডিবি পরিচয়ে গরুভর্তি ট্রাক ছিনতাই: র‍্যাবের হাতে আটক ১ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬৫ 🪪

নারায়ণগঞ্জের বন্দরে দেড় বছর আগে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ১৫টি গরুসহ একটি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত অন্যতম সন্দেহভাজন ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃত আসামীর নাম বাবলু ওরফে বাবুল (৩৮)।

র‍্যাব-১১ ও র‍্যাব-৩ এর একটি যৌথ দল শুক্রবার (২৪ মে, ২০২৫) বিকেলে ঢাকার বাড্ডা থানাধীন গুলশান লেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এজাহার সূত্রে জানা যায়, আলোচিত এ ডাকাতির ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ১৯ ডিসেম্বর গভীর রাতে। পাবনার ঈশ্বরদী থেকে রানা হোসেন নামে এক ব্যবসায়ী ১৫টি গরু নিয়ে একটি মিনি ট্রাকে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। ট্রাকটি বন্দর থানার কামতাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে পৌঁছালে রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে একটি সিলভার রঙের মাইক্রোবাস তাদের গতিরোধ করে।

মাইক্রোবাস থেকে ডিবি পুলিশের কটি পরিহিত কয়েকজন ব্যক্তি নেমে এসে ট্রাকের কাগজপত্র দেখতে চায় এবং গরুর পেটে হেরোইন আছে বলে অভিযোগ তোলে। এরপর তারা গরুর মালিক রানা হোসেন ও ট্রাকচালক মো. ইরফানকে মারধর করে, চোখ-মুখ ও হাত গামছা দিয়ে বেঁধে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। এসময় ডাকাত দলের একজন সদস্য গরুসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। মাইক্রোবাসে থাকা ডাকাতরা রানা ও ইরফানের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তাদের কিল-ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। কিছুদূর যাওয়ার পর রাস্তার পাশের ঝোপে ফেলে রেখে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়েরের পর র‍্যাব-১১ এর সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-৩ এর সিপিসি-১, শাহজাহানপুর ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও বিভিন্ন প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ডাকাত দলের সদস্য বাবলুর অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাবের যৌথ চৌকস দলটি শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে চারটায় গুলশান লেক এলাকায় অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত বাবলু ওরফে বাবুল (৩৮) ঢাকার বাড্ডা থানার বেরাইদ, চিনাদী এলাকার (কসাই বাবলুর বাড়ি) আনোয়ার আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবলু ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পন্ন করার জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102