গত ০৯ অক্টোবর, ২০২৪ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ০৬:৫৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ছোটবাগ এলাকায় গার্মেন্টকর্মী রাজিব হোসেন জয়কে (৩৪) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। নিহত রাজিব দেওয়ানবাগ পূর্ব পাড়ার হোসেন মাতবরের ছোট ছেলে ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জেরে একই গ্রামের আয়াত, সিফাত, মৃত রমজানের ছেলে মিরাজ, জাহাঙ্গীরের ছেলে মেহেদী, চাঁনপর গ্রামের আব্দুল মতিন কানা মতিনের ছেলে জীবন সহ অন্যান্যদের সাথে ভিকটিম রাজিবের শত্রুতা চলে আসছিল।
ঘটনার দিন রাজিব মদনপুর বাজার থেকে রিকশাযোগে বাড়ি ফেরার পথে ছোটবাগ এলাকায় পৌঁছালে মেহেদী ও নিলয় তাকে ফোন করে ডেকে নেয়। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী ওঁৎ পেতে থাকা আসামিরা রাজিবকে রিকশা থেকে নামিয়ে চাকু, সুইস গিয়ার, চাইনিজ কুড়াল, রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং ইট দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত রাজিবের বাবা বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব-১১ জড়িত আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে আয়াত ও সিফাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।