মঙ্গলবার ( ১৫ এপ্রিল) বাদ জোহর নাসিক ২৫নং-ওয়ার্ডে উত্তর লক্ষনখোল এলাকার হযরত মফিজউদ্দি শাহ”র৷ রওজা শরিফে এ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়ে।
দেশ ও জাতির কল্ল্যান এবং মৃত ব্যাক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোওয়া করা হয়।
দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রওজা শরীফের খেদমতকার সৈয়দ আহম্মেদ গিসুদারাজ বিপু, সৈয়দ নজমে আহমেদ দ্বীপু, সৈয়দ মোঃ টিপু,, শেখ মনির হোসেন সহ আশেকান ও ভক্ত বৃন্দ।