রবিবার (২৪শে নভেম্বর) বেলা ১২ টায় নগরীর সিটি কবরস্থানে তার বন্ধুমহল এই কর্মসূচি পালন করেছে।
এসময়ে কবর জিয়ারত শেষে প্রয়াত মোমিন উল্লাহ ডেভিডের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের বন্ধুমহলের মধ্যে মোঃ ইব্রাহিম ,মোঃ ফিরোজ, আরিফ হোসেন রিপন,মোঃমিঠু , মোঃমুকুল, মোঃজুয়েল হোসেন, বকুল, দেলু, মমতাছির, রোকন, সহ প্রমূখ ।