বুধবার(১৪ইআগষ্ট) বেলা ১২টায় আইনজীবী সমিতির সামনে থেকে আনন্দ মিছিল বের করে। এর আদালত চত্বর প্রদক্ষিন করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড, সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড, আবু আল ইউসুফ খাঁন টিপু, সিনিয়র সদস্য এড,রফিক উদ্দিন আহমেদ, আইনজীবী ফোরামের সভাপতি এড, সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এড, আবুল কালাম আজাদ, এড, জাকির হোসেন, এড, খোরশেদ মোল্লা,এড,এইচ এম আনোয়ার প্রধান, এড,মোঃ সুমন মিয়া, এড, বেনজির আহমেদ, এড,,মাসুদা আক্তার, এড,আসমা হেলেন বীথী, এড,লিজা বেগম সহ প্রমূুুখ।