বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এনসিপি’র উপর হামলার প্রতিবাদে সাইনবোর্ড এলাকায় মহাসড়ক অবরোধ গাছ শুধু রোপন করলেই হবে না এটিকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখতে হবে – মাওলানা আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে সৎ মাকে হত্যার ২৪ ঘন্টার মধ্যে দুই ছেলকে গ্রেপ্তার করলো র‍্যাব বিগত ছয় মাসে না’গঞ্জের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরলেন ডিসি দুই শহীদ পরিবারের খোজঁ নিলেন জামায়াত নেতা মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগে মোবাইল কোর্ট অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা যারা কটুক্তি করেন তারা সাবধান হয়ে যান : এড.টিপু কাশীপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ ইউএনও এর উদ্যোগে নবজাতকের নামে বৃক্ষরোপণ বন্দর ২৬ নং ওয়ার্ডে খেলাফত মজলিসের কমিটি গঠন

বিভিন্ন দাবীতে টিইউস এর সম্মেলন ও নগরীতে বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৬৪ 🪪
জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, সংবিধান ও আইএলও কনভেনশন অনুসারে শ্রম আইন সংশোধনসহ নানা দাবিতে সম্মেলন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) নারায়ণগঞ্জ জেলা কমিটি। শুক্রবার (২০শে জুন) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে  এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সম্মেলন উদ্বোধন করেন টিইউসি’র কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম মাহবুব আলম, সভাপতিত্ব করেন টিইউসি’র জেলা কমিটির সভাপতি আব্দুল হাই শরীফ, বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন, সদস্য মন্টু ঘোষ, হাফিজুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলার সভাপতি এম এ শাহীন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলার সভাপতি দুলাল সাহা প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত ২০২৪ সালের ৫ আগস্টে ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পরিবর্তন হলেও শ্রমজীবী মানুষের ওপর শোষণ–নির্যাতন বন্ধ হয়নি অব্যাহত রয়েছে। বাজার দর অনুসারে শ্রমিকের ন্যায্য মজুরি দেয়া হচ্ছে না। শ্রমিকের চাকরি ও কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা নেই। অবাধে ট্রেড ইউনিয়ন করতে দেয়া হচ্ছে না। ছাঁটাই-নির্যাতন দমন-পীড়ন হামলা-মামলা গ্রেফতার হয়রানি করে শ্রমিকদের জীবন অতিষ্ঠ করে তুলা হয়েছে। এসব বন্ধ করে সুষ্ঠ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকরা কারখানা ভিত্তিক রেশনের মাধ্যমে চাল, ডাল, তেল, আটা ও শিশুখাদ্য সরবরাহের দাবি করলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন উদ্যোগ নেয়া হয় নাই। বিভিন্ন সেক্টরভিত্তিক শ্রমিকদের জন্য সরকার ঘোষিত মজুরি কার্যকর করা হচ্ছে না। সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নারী শ্রমিকেরা সমকাজে সমমজুরি কর্মক্ষেত্রে নিয়োগের সমতা ও সবেতন মাতৃত্বকালীন ছুটি না পাওয়াসহ নানা ধরনের শোষণ বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছে। দেশের সংবিধান এবং আইএলও কনভেনশন অনুসারে শ্রম আইন সংশোধন ও কার্যকর করে শ্রমিকের অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। স্থায়ী মজুরি কমিশন গঠন করে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রমিকদের রেশনিং ব্যবস্থা, স্বল্পমূল্যে বাসস্থান এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার ব্যবস্থাসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান মন্চে উপস্থিত   নেতৃবৃন্দরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102