শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে নগরীর নতুন পালপাড়ায় রামঠাকুর মন্দিরে প্রয়াত নিলীমা রানী বিশ্বাস এর আত্মার শান্তি কামনায় তার পরিবারের পক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য যে গত (১ এপ্রিল) মঙ্গলবার সাড়ে ৮টায় নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন যাবদ চিকিৎসাধীন থাকা অবস্হায় ইহকাল ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ছেলে সন্তান, আত্বিয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছন।
তিনি যেনো পরকালে স্বর্গবাসী হন, এজন্য
সকলের কাছে তার পরিবারের সদস্যগন প্রয়াত নিলীমা রানী বিশ্বাসেরঅ আত্মার শান্তি কামনা করেছেন।