শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কাশীপুরে মিসবাহুল মিল্লাত মাদরাসার বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না’গঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা কমিটি পুনর্গঠন সোনারকান্দী মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার কুতুবপুরে যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  বৈষম্যহীন রাষ্ট্রে আমরা সবাই সমান — আব্দুল জব্বার  মানবসেবায় আমরা ছাত্র সমাজে’র উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ না’গঞ্জ চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ ‎ উত্তর নরসিংপুরে মেম্বারকে টাকা দিয়ে রাস্তা থেকে সোলার লাইট সরিয়ে নিলো আওয়ামী লীগ নেতা  খাজা মাঈনুদ্দিন চিশতি( র:) এর আশেকানদের উদ্দ্যেগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে জীবনকে সাংবাদিক মেহেদীর লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৭ 🪪

দুর্বৃত্ত ও ‘টোকাই সাংবাদিক’ শব্দ ব্যবহার করে মানহানির অভিযোগে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনকে (৫২) লিগ্যাল নোটিশ পাঠিনো হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) প্রতিদিনের বাংলাদেশ এর জেলা ফটো সাংবাদিক ও দৈনিক যুগের চিন্তার ফটো সাংবাদিক মো. মেহেদী হাসানের (৩২) এর পক্ষে আইনজীবী এইচ.এম.আনোয়ার প্রধান ডাকযোগে এ নোটিশটি পাঠান।

লিগ্যাল নোটিশে বলা হয়, আমি আমার উপরোক্ত মোয়াক্কেলের (মো. মেহেদী হাসান) পক্ষে বিজ্ঞ আইনজীবি নিযুক্ত হইয়া তাহার মৌখিক বক্তব্য শ্রবন করিয়া ও প্রদর্শিত কাগজপত্রাদি পর্যালোচনা করিয়া আপনি নোটিশ গ্রহীতা (রফিকুল ইসলাম জীবন) এই মর্মে অত্র লিগ্যাল নোটিশ দ্বারা জানানো যাইতেছি যে, আমার মোয়াক্কেল একজন প্রতিষ্ঠিত সাংবাদিক ও প্রতিদিনের বাংলাদেশ জেলা ফটো সাংবাদিক, নারায়ণগঞ্জ। দৈনিক যুগের চিন্তা পত্রিকার প্রধান ফটো সাংবাদিক হয় বটে। আপনি নোটিশ রফিকুল ইসলাম জীবন আমি ও আমার সহকর্মীদের অন্যায়ভাবে মারধর করিলে, আপনার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা নং- ১২ (১০) ২০২৪ নম্বরে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আপনি নোটিশ গ্রহীতা ভুল বুঝতে পারিয়া সহানুভূতিশীল হয়ে ক্ষমা সূলভভাবে আপোষ-মিমাংসা করিতে রাজি হলে নোটিশদাতা তাহার মহানুভবতার পরিচয়ে নির্দিষ্ট কিছু শর্তে বিরোধীয় বিষয় আপোষ-মিমাংসা করেন। উক্ত আপোষ-মিমাংসার শর্তানুসারে আপনি নোটিশ দাতার বিরুদ্ধে ‘দুর্বৃত্ত’ ও ‘টোকাই’ শব্দ গুলো প্রত্যাহার করিবেন এবং অদূর ভবিষ্যতে এই শব্দগুলো ব্যবহার করবেন না। এমনকি এই ধরনের অশ্লীল শব্দ ব্যবহারের জন্য আপনি নোটিশ গ্রহীতা দুঃখ প্রকাশ করেন।

কিন্তু পরিতাপের বিষয় আপনি বিগত ২৭/০২/২০২৫ ইং তারিখে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের প্যাডে প্রকাশিত কারণ দর্শানোর নোটিশে (যাহার সূত্র নাঃ প্রেঃ ক্লাঃ/২০২৫/০২৩) অনভিপ্রেয়ভাবে উপরোক্ত আপোষ-মিমাংসার শর্ত সমূহের প্রতি অসম্মান প্রদর্শন পূর্বক পূনরায় ‘টোকাই সাংবাদিক’ শব্দটি ব্যবহার করেছেন এবং কথিত টোকাই শব্দটি ব্যবহার করে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, যাহার দরুণ নোটিশ দাতার পেশাগত, পারিবারিক, রাজনৈতিক, বন্ধুমহলে মানহানী হয়েছে। যাহা আর্থিক মূল্য নিরুপণ প্রায় অসম্ভবপর। তথাপিও মানহানী বাবদ ক্ষতিপূরণ ৫,০০,০০,০০০/= (পাচঁ কোটি) টাকার কম হইবে না বিধায় আপনার নিকট উক্ত সম্মানহানি ও শর্ত ভঙ্গের ক্ষতিপূরণ স্বরূপ আপনার নিকট আমার মোয়াক্কেল ৫,০০,০০,০০০/= (পাচঁ কোটি) টাকা প্রাপ্য হয়েছে। উপরোক্ত বানোয়াট ও কুরুচিপূর্ণ শব্দ নোটিশ প্রাপ্তীর ০৩ (তিন) দিনের প্রত্যাহার পূর্বক ক্ষমা চেয়ে সাংবাদিক সম্মেলন করতঃ নোটিশ দাতার সম্মানহানি ও ক্ষতিপূরণ বাবদ ৫,০০,০০,০০০/= (পাঁচ কোটি) টাকা প্রদান না করিলে, আমার মোয়াক্কেল আপনি নোটিশ গ্রহীতার (রফিকুল ইসলাম জীবন) বিরুদ্ধে নির্ধারিত বিজ্ঞ আদালতে যে-কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য হইবে। অত্র লিগ্যাল নোটিশ আপনার উপর জারী করতঃ উহার অবিকল কপি ভবিষ্যত ব্যবহারের জন্য আমার সেরেস্তায় সংরক্ষিত রহিল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102