এসময় এলাকাবাসীর পক্ষে পাঠানটুলি পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল হোসেন জানান ৫ আগষ্টের পর থেকে স্থানীয় পাতি নেতা সাব্বিরের শেল্টারে নাগিনাজোহা রোডে নীটকনর্সান গ্রুপের গেইটে অর্ধশতাধিক চায়ের দোকান দিয়ে রমরমা মাদকের আখড়া গড়ে তোলেছে সাব্বির। তিনি আরো জানান রাতে প্রতিষ্ঠান ছুটি হলে পাতি নেতাদের যন্ত্রণায় নিরাপত্তাহীনতায় ভুগে শ্রমিকরা।
এবিষয়ে পথচারী রতন জানান এলাকাবাসীর কথা তোয়াক্কা না’করে দীর্ঘদিন যাবত অবৈধ টং দোকান তুলে চাঁদাবাজি করে আসছিলো সাব্বির গ্রুপ। তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়নি কোনদিন।
এবিষয়ে জানতে চাইলে লক্ষ্মী
নারায়ণ কটন মিলস এর পরিচালক ও নীটকনর্সান গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর মোল্লার স্বজন শাখাওয়াত হোসেন মিন্টু বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের আক্ষেপ মাদকের আখড়া নির্মুল করা, কিন্তু এতোদিন সম্ভব হয়নি কিছু অসাধু ব্যাক্তির জন্য। আজ এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা অবৈধ মাদকের আখড়া উচ্ছেদ করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ আপনারা মাদক সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করুন।
এবিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শাহীন আলম বলেন এলাকাবাসী ও নীটকনসান গ্রুপের যৌথভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে উত্তেজনা সৃষ্টিহলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবগত করলে, আমরা আমাদের ফোর্স পাঠিয়ে উভয়কে থানায় আসার অবগত করি।