নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগগের সম্মেলনের সময় ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী ২৪ ফেব্রুয়ারী সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী ) রাতে নারায়াণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল বাসার বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে ২৪ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। উদ্বোধন করবেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মো. শহীদ বাদল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি শ্রী সুব্রত পুরকায়স্থ।
দ্বীর্ঘদিন পর হতে যাওয়া সম্মেলনে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও সাবেক সদর থানা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল বাসার বাবু। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দুইজন রফিকুল ইসলাম প্রধান ও আলীরটেক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রানা আহমেদ রবি।
সভাপতি প্রার্থী সাবেক জেলা ছাত্র লীগ নেতা ও সদর থানা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল বাসার বাবু বলেন, সম্মেলন ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। সামনে জাতীয় নির্বাচন। নেতৃত্বে এমন লোক আসা উচিত, যাদের নেতৃত্বে দল নির্বাচনে জয়ী হবে।