এবার এসএসসি বা সমমানের দাখিল পরীক্ষায় দেওভোগ হুসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় পাশের হার ৯৭% শতাংশ।
রবিবার মাদ্রাসা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
জানা গেছে, ২০২৪ সালের এসএসসি
বা সমমানের দাখিল পরীক্ষায় হুসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছে মোট ১৬ জন। এরমেধ্য পাশ করেছে ১৫ জন।
ফলাফল নিয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে হুসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল শাহ মোহাম্মদ মহিউদ্দিন হামিদী বলেন, পরীক্ষায় অংশ নেওয়া আমাদের ছাএ – ছাএীরা প্রত্যাশিত ফল অর্জন করেছে। এই অর্জন শিক্ষকদের এক নিষ্ঠ প্রচেষ্টা ও শিক্ষার্থী দের নিয়মানুবর্তি তার ফলে সম্ভব হয়েছে।
ভালো ফলাফলের কারণ জানিয়ে তিনি আরো বলেন,আমরা নিয়মিত শিক্ষার্থীদের তদারকি করেছি। দূর্বল শিক্ষার্থী দের জন্য অতিরিক্ত কেয়ার নিয়েছে। আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টা এ ফলাফল। ভালে ফলাফলের জন্য তিনি শ্রেণী শিক্ষক,অভিভাবক ও পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান।
নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী জানান,এবার এসএসসি তে ৮৮ শতাংশ ও সব মিলিয়ে পাশের হার ৮৭.৬২ শতাংশ।
এদিকে শিক্ষার্থীদের এমন অভূতপূর্ব সাফল্যলে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি,দাতা সদস্য অভিভাবকসহবৃন্দরা।