নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বন বিভাগের সহযোগিতায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার পেলো তিন নার্সারি মালিক।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করে এস এম আরিফ মিহির পরিচালিত নগর কানন নার্সারি। দ্বিতীয় স্থান অর্জন করে আজাহারুল ইসলাম সাগর পরিচালিত গার্ডেন সলিউশন ও তৃতীয় স্থান অধিকার করে রফিকুল ইসলাম এর সোনিয়া নার্সারি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব আল রাব্বি। আরও উপস্থিত ছিলেন, বন বিভাগের সহকারি বন সংরক্ষক কাজী মাহিনুর রহমান,অতিরিক্ত উপ পরিচালক মো.তাজুল ইসলাম, সরকারি তোলারাম কলেজ উদ্ভিদ বিজ্ঞানের প্রফেসর সারোয়ার উদ্দিন খান,সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মুন্না নারায়ণগঞ্জ নার্সারি মালিক সমিতি সভাপতি মাওলানা খাজা হেছামউদ্দিন চিশতি, সাধারণ সম্পাদক সাইফুল আলম সেন্টু,অর্থ সম্পাদক নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাকিব রুবেল,বাপ্পি নার্সারির মালিক মো.বাবুল,সোনারগাঁও নার্সারির মালিক তুষার, পপি নার্সারির মালিক মোহাম্মদ কালাম,ভিশন নার্সারির মালিক মোহাম্মদ জামাল,সুবর্ণ নার্সারির মালিক জাহিদুল ইসলাম রিপন, নাটোর নার্সারির মালিক শহীদুল ইসলাম সহ প্রমুখ।