প্রতি বছরের ন্যায় ২০২৪ ইং সালে সারাদেশব্যাপী IFIC ব্যাংক তাদের শাখা ও উপশাখা তে মধুমাস উদযাপন করে আসছে।এরই ধারাবাহিকতায় IFIC ব্যাংকের তামাকপট্রি উপ শাখা তাদের গ্রাহক ও সম্ভাব্য গ্রাহকদের নিয়ে মধুমাস উৎসব উদযাপন করেছে।
বৃহস্পতিবার ১১ জুলাই বিকালে তামাকপট্রি IFIC ব্যাংকে এ মধুমাস উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অএ উপ শাখার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান এর সভাপতি ত্বে প্রধান অতিথি ছিলেন নিতাইগঞ্জ IFIC ব্যাংক শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার মোঃ কামাল হোসেন মজুমদার (csm)।
প্রধান অতিথি কামাল হোসেন মজুমদার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন IFIC ব্যাংক সর্বদা তার গ্রাহকদের সেবায় নিয়োজিত ছিল এবং থাকবে বলে আশা ব্যক্ত করেন।তামাকপট্রি IFIC উপ শাখার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান তার সমাপনী বক্তব্য বলেন গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষে অঙ্গীকারবদ্ধ। উক্ত উপশাখার সেবা পেয়ে সন্তুষ্ট বলে জানিয়ে ছেন উপস্হিত অএ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সবার সার্বিক কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
মধুমাস উৎসবে আম, কাঁঠাল,
পিয়ারা,কলা,লটকা,আনারস,ড্রাগনসহ বিভিন্ন ফল উপস্হিত গ্রাহকদের মাঝে পরিবেশন করে হয়।
এসময় উপস্হিত ছিলেন তামাকপট্রি IFIC উপ শাখার ট্রেইনিং অ্যাসি স্টেন অফিসার লুৎফুরনেছা অনামিকা,বিশিষ্ট ব্যবসাসী হাজী লিয়াকত হোসেন,হারুন অর রশিদ, সিনিয়র সাংবাদিক মোঃ পন্ডিত হোসেন,ফরিদ হোসেন,ইকবাল,আমির,
হালিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।