নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা দিয়ে আব্দুল কাদিরকে সভাপতি ও সিরাজুল হককে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর কুতুব আলম মান্নান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কে এম আযম খসরু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আজ এই কমিটি’র অনুমোদন ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দীর্ঘ বছর যাবত ঝিমিয়ে পড়া উপজেলা, থানা, ইউনিয়ন,ওয়ার্ড কমিটির সম্মেলন করে যতদ্রুত সম্ভব সংগঠনগুলোকে গতিশীল করা। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের উপর অবিরল আস্থা রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার “শ্রম বান্ধব” সরকারের একনিষ্ঠ কর্মী হিসেবে আন্তরিকতা, নিষ্ঠা, সততা ও সাহসের সাথে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককের উপর অর্পিত দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটিতে যারা ঠাঁই পেলেন তারা হলেন, সহ সভাপতি পদে, মো. মিজানুর রহমান মিজান, মো. জাহাঙ্গীর আলম, মো. দেলোয়ার হোসেন, মো. সামসুজ্জামান, মো. মুসলেহ উদ্দিন জীবন, মো. আসলাম, মো. ওয়াহিদুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে, মো. সিরাজুল হক, দ্বীন মোহাম্মদ, মোঃরুবায়েত হোসেনশান্ত, মো.এরশাদ হোসেন, মো. সোহেল আহমেদ ভান্ডারী, কে এসএম আব্দুল কাদির, মো. বোরহান মিয়া,মো. শাহাবউদ্দিন পাঠান,,মো.আলী হোসেন। সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. সোহেল আহম্মেদ ও মো. নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফাহিম আহমেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম ভান্ডারী। দপ্তর সম্পাদক মো.আব্দুল রহমান, সহ দপ্তর সম্পাদক মো.রবিন প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক ইব্রাহিম মিয়া, সহ অর্থ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, আইন ও দর কষাকষি সম্পাদক আনোয়ারুল হক সুমন, শিক্ষা সাহিত্য ও গবেষনা সম্পাদক পাবেল খান, সহ-শিক্ষা সাহিত্য ও গবেষনা সম্পাদক শরীফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম, শ্রমিক কল্যাণ সম্পাদক গাজী মো.লিটন, ত্রাণ ও পুর্ণবাসন সম্পাদক মো. মতিউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ( অগ্রণী ব্যাংক ), সদস্য আসলাম শিকদার লিটন।