বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় বেগম জিয়ার সুস্থতা কামনায় জেলা ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল  দেশের কল্যাণে সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান  – হাফেজ ইসমাইল বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও শ্রমজীবিদের মাঝে ইফতার বিতরণ স্নানউৎসবের প্রস্তুতি সভায় উত্তেজনায় ডিসি ও পুলিশ সুপার এর বিরক্তি প্রকাশ সিদ্ধিরগঞ্জে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল ফতুল্লায় সাত বছর বয়সী শিশু মুস্তাকিন অপহরণ ও হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার শামীম ওসমানের পরিবারের প্রতিষ্ঠান ‘কে টেলিকম’র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী নাদিম এর চাপাতির আঘাতে মাহাবুবুর রহমান মোল্লা গুরুতর আহত সনাতনী সম্প্রদায়ের মধ্যে বিভেদ থাকুক এটা কেউ চায়না – জয় কে রায় চৌধুরী বাপ্পী রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে যুবদলকর্মী নিহত

আমি বাঙালি হয়েও পাক হানাদার ও রাজাকারদের তান্ডব দেখেছি – এ্যাড, খোকন   

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৪০ 🪪
 নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খোকন সাহা বলেছেন, মুক্তিযোদ্ধারা কোন দলের না। অনেক মুক্তিযোদ্ধা আছে যাদের সাথে আমার ব্যাক্তিগত সম্পর্ক আছে। মুক্তি যুদ্ধচলাকালিন আমার যুদ্ধ করার মতো বয়স ছিলো না। কিন্ত মুক্তিযুদ্ধের রক্ত চিহ্নগুলি আমার দেখার সুযোগ হয়েছে। তারা দেশের জন্য কি করেছে তা দেখার সুযোগ হয়েছে। আমি পাক হানাদারদের তান্ডব দেখেছি, দেখেছি বাঙ্গালী হয়েও রাজাকারদের তান্ডব। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধা হয়েছিলো। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করতে পারে নাই। কারণ দেশ গরীব, বিদেশের সাহায্য চলতে হয়েছিলো। অনেক উন্নয়ন করা সম্ভব হয়নি। কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য যতটুকু সম্ভব ততটুকু করেছেন। তবে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন আমাদের নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা চালু করেছেন, তাদের সম্মান করার জন্য তাদের আলাদা করে কবরস্থান করেছেন, দাফন-কাফন ও রাষ্ট্রীয় মর্যাদা ব্যবস্থা করেছে।

 

মঙ্গলবার (১৬ইজুলাই) বিকাল ৪টায়  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট এর আয়োজনে, মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলনের ইন্ধন ও উস্কানীদাতা এবং রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিকারী স্বাধীনতা বিরোধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে এক সমাবেশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে কিছুদিন আগে বাংলাদেশের সর্বোচ্চ বিচারক বলেছিলেন, ভাংচুর করবেন না সংঘর্ষ করবেন না। দেশের বিচার ব্যবস্থা নেত্রী হাতে নাই। আজকে এই আন্দোলনকারীদের মধ্যে কিছু জামাত-বিএনপি প্রবেশ করেছে। তারা দেশের মধ্যে নৈরাজ্য তৈরী করার চেষ্টা করছে। পরশুদিন জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দিলেন। একদল লোক দেশকে নস্যাৎ করার জন্য প্রস্তুত হয়েছিলো। কিন্তু আমরা তো বসে থাকতে পারি না। বিষয়টা সর্বোচ্চ আদালতের একজন বিচারপতি বলেছেন এই বিষয়ে যে, কোন আন্দোলন করে লাভ নাই, আদালতের মাধ্যমেই সিদ্ধান্ত হবে। কিন্তু কিছু আন্দোলনকারী কোমল শিশুদের দিয়ে বলায় যে, তুমি কে আমি কে রাজাকার-রাজাকার। আজও সেই বিশৃঙ্খলা চলছে।

তিনি আরও বলেন, আপনারা বিচার ব্যবস্থা প্রতি আস্থা রাখেন, অপেক্ষা করেন। কিন্তু অপেক্ষা না করে রাষ্ট্রর প্রতি বিশৃঙ্খলা করবে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দিবে। এটা শুনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বসে থাকতে পারে না। আমি আমার দলের পক্ষ থেকে বলছি, আপনারা অরাজকতা করবেন না আন্দোলনের নামে। এটা উচ্চ আদালত সিদ্ধান্ত দেবে সেটাই হবে। আপনার আমার সন্তানকে ভুল দিকে পরিচালিত করছে, যারা করছে ও দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তাদের কাউকে ছাড় দেয়া হবে না। বীর মুক্তিযোদ্ধা এ্যাড, নজরুল হুদার সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধার সন্তান ও বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট শরিফ উদ্দিন সবুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাহজান জুলহাস ভুইয়া, মোঃ আইয়ুব আলী,মহোর আলী চৌধুরী,  শামসুজ্জামান ভাষানী, আব্দুল কাদির, শহিদুল ইসলাম, ও মুক্তিযুদ্ধাদের সন্তানরা। এছাড়াও সোনারগাঁও, রুপগন্জ, আড়াই হাজার, বন্দর, ফতুল্লা, সিদি্দরগন্জ, নারায়ণগঞ্জ সদর থানার মুক্তিযুদ্ধার বক্তব্য রাখেন আলোচনা সভায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102