পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ডিয়ারা মদিনাতুর রাসুল (সঃ) সুন্নিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে আলোচনা ওয়াজ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার ২০ জুলাই বাদ আসর মদিনাতুর রাসুল (সঃ) সুন্নিয়া মডেল মাদ্রাসা মিলনায়তনে এ আলোচনা ওয়াজ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ উপলক্ষে মাদ্রাসার ছাএরা নাতে রাসুল (সঃ) পরিবেশন করে।
মাহফিলে গোগনগর গাউছুল আজম জামে মসজিদের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন মন্ডল এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন মাওলানা মুফতি আব্বাস উদ্দিন আল কাদরী সম্পাদক, দাওয়াতুল খায়ের গাউছিয়া কমিটি নাঃগঞ্জ জেলা খতিব,বায়তুল মামুর জামে মসজিদ মদনপুর। প্রধান মেহমান ছিলেন মাওঃ মুফতি মাইনুল ইসলাম আল – কাদরী প্রিন্সিপাল কাদেরিয়া তৈয়্যেবিয়া তাহেরিয়া মাদ্রাসা ডি.আই.টি ।
বিশেষ আকর্ষক ছিলেন মাওলানা মুফতি সাইফুল ইসলাম দুলালী ইমাম ও খতিব,ডিয়ারা বাইতুল নুর উল্লাহ জামে মসজিদ ডিয়ারা।
এছাড়া আরো বয়ান করেন মাওঃ মুফতি গাজী ফয়জুল ইসলাম হাফিজ ইমাম ও খতিব,গাউছুল আজম জামে মসজিদ গোগনগর।
এ সময় উপস্হিত ছিলেন শহীদনগর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম খান, গোগনগর বীর মুক্তিযোদ্ধা শের মোহাম্মদ খান, গোগনগর ইউপির সাবেক ২নং ওয়ার্ড মেম্বার হাজী মোঃ মোক্তার হোসেন সুকুম,সুকুমপট্রি বায়তুল জান্নাত জামে মসজিদের সভাপতি হাজী সোহেল সুকুম,নাঃগঞ্জ জেলা গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ জয়নাল আবেদীন,গোগনগর গাউছিয়া পাঠাগার কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ আলম সাহাবুব,গোগনগর শিকড় সংসদের সাধারণ সম্পাদক আমির হোসেন মেরাজ,তাজেক প্রধান উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাজী ইব্রাহীম,মসিনাবন্দ পূর্বের বিশিষ্ট সমাজ সেবক জামাল উদ্দিন খান,ডিয়ারা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গাজী আব্দুল সাওার,বাবুরাইল আমবাগান বিশিষ্ট ব্যবসায়ী লাল মিয়া খান, গোগনগর গাউছুল আজম জামে মসজিদের কোষাদক্ষ সিদ্দিকুর রহমান সুমন,জাগ্রত গোগনগর সামাজিক সংগঠন সভাপতি মোঃ ইব্রাহীম,গোগনগর বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন ও মাদ্রাসার ছাএ ও ছাএী অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ওয়াজ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মদনপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিব, মাওলানা মুফতি আব্বাস উদ্দিন আল কাদরী।
সকলের কাছে দোয়া চেয়ে মাহফিল পরিসমাপ্তি করেন অএ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হযরতুল আল্লামা মাওঃ হাফেজ মুহাম্মদ রফিকুল ইসলাম কাদেরী।