বুধবার (১ মে) সকালে এ শরবত ও ওর স্যালাইন শরবত বিতরন করা হয়।
সামাজিক সেবামূলক এ মহতী কার্যক্রমে নারী উদ্যোক্তা ফারজানা’র আহ্বানে উপস্থিত ছিলেন- ভালোবাসার নারায়ণগঞ্জ এর মডারেটর নারী উদ্যোক্তা মুন্নী সিকদার, হারুন অর রশীদ হীরা, রিপন প্রধান, সুজন সরকার, নিশি, আফরিন, সোহেল, দেলোয়ার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- পানকৌড়ি পান্না কিচেন এর পরিচালক নারী উদ্যোক্তা পান্না, সৌরভ রোপ ইন্ডান্ট্রিজের পরিচালক মুনমুন আসকারী, নারায়ণগঞ্জ উদ্যোক্তা পরিবার এর এডমিন তাবাসসুম আক্তার ঝুমি, নুসরাত জিটিআর মেক ওভার এর পরিচালক নুসরাত হোসেন রিফাত, ফারজানা বিউটি পার্লার এর পরিচালক ফারজানা আক্তার, আউটফিট এন্ড মোর এর পরিচালক লামিয়া জামান, সুইটি লেডিস টেইলার্স এন্ড বুটিক হাউজের পরিচালক সুইটি, নারী উদ্যোক্তা মিলনমেলা’র মডারেটর বাবলী জামান, তিন কণ্যা ফ্যাশন হাউস এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক সাদিয়া আফরিন তমা, নিপা’স ড্রিম এর পরিচালক নীপা আরফিন, আবৃত্তি শিল্পী সবুজ রায়, স্মার্ট বিজনেস গ্রুপ এর সভাপতি মোঃ ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, প্রচার সম্পাদক আরাফাত হোসেন, অর্থ সম্পাদক রাসেল হোসেন, স্বেচ্ছাসেবী মিথুন, সুমন, মোঃ ফারুক, জিহাদ, মাহাবুব হোসেন প্রমূখ।