বুধবার (৯ মে) দুপুরে ফতুল্লার রামারবাগস্থ আমন্ত্রণ কমিটিউনিটি সেন্টারে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আগামী দিনে ঔষধ ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে নিজেদের পক্ষে ভোট চান।বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এস. এম. সাইফুল ইসলাম’র সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঔষধ ব্যবসায়ী গণতান্ত্রিক ঐক্য পরিষদের নেতা ও প্যানেল প্রধান শাহজালাল বাচ্চু সিআইপি।
ঔ-ই সময় আরও উপস্থিত ছিলেন- পরিচালক প্রার্থী আনোয়ার হোসেন মিরধা বেলু, মোঃ দ্বীন আলী, শাহজাহান খাঁন, ইকবাল লস্কর, মোঃ তোফাজ্জল হোসেন, খলিলুর রহমান, মোহাম্মদ আলী, মিজানুর রহমান, মেজবাহুল আলম, সি. এম. জাকারিয়া, মোঃ মহসীন আলী পাটোয়ারী, নুরুল ইসলাম মজুমদার সবুজ, মোঃ আবু কাউসার, কাজী নাসির উদ্দিন, মিয়া শরিফুল ইসলাম।
নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মোঃ জুয়েল’র সঞ্চালনায় অনুষ্ঠানটিতে এ সময় আরও বক্তব্য রাখেন- আওলাদ হোসেন, হাফিজুর রহমান খোকা, মাসুম হোসেন, মনির হোসেন, মিজানুর রহমান, নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি এস. এম. এইচ. টিটু প্রমূখ।
আগামী ২০ মে বাংলাদেশের তৃণমূল ঔষধ ব্যবসায়ীদের সংগঠন- বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) নির্বাচন। এ দিন সারাদেশে প্রায় ১৬ হাজার ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।