নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের আহবায়ক শাহীন সরকার এর ভগ্নিপতি মরহুম নুরুল ইসলাম শিকদারের চেহলাম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মে ) বাদ জুম্মা ফতুল্লার কাশিপুরস্থ মরহুমের নিজ বাসভবনে এ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো. শহিদ বাদল, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জাকির হোসেন, বেঙ্গল ফাইবার লিমিটেডের পরিচালক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, সদর থানা যুবলীগের সদস্য সচিব আশ্রাফ মামুন পাঠান, প্রয়াত মাহাতাব উদ্দিন লালের সহধর্মিনী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুমা আহমেদ সহ প্রমুখ।