দেশ জুড়ে চলছে দাবদাহ। জনজীবনে নেমেছে অস্থিরতা। এই গরমে সব থেকে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা । যাদের জীবিকার তাগিদ রাস্তায় বের হতেই হচ্ছে। সেই মানুষদের এতটুকু প্রশান্তি দেওয়ার জন্য সারাবাংলা ৮৮ ফাউন্ডেশন উত্তরার প্যানেল নিজস্ব অর্থায়নে পথচারীদের শরবত পান করানো হয়েছে,যা মাস ব্যপী চলবে বলে জানা যায়।
৪ মে শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকার উওরায় ১২/১৩ সেক্টরে
এ আয়োজন করা হয়।
জনজীবনে স্বস্তি ফেরাতে তৃষ্ণার্ত রিক্সা,অটোরিক্সা ও সিএনজি চালক এবং পথচারীদের মধ্যে ১০০০ গ্লাস নিরাপদ সুপেয় পানির শরবত বিতরণ করা হয়।
আয়োজকেরা এ প্রতিবেদকের জানান,
তীব্র গরমে মানুষ খুব কষ্টে আছে। এ কারণে আমরা কয়েকজন বন্দ্ধুর নিজস্ব উদ্যোগে পথচারী দের মাঝে শরবত সুপেয় পানি বিতরন করছি।
এসময় উপস্হিত ছিলেন, মডারেটর খোরশেদ আলী মন্ডল,জয়েন্ট কো-অর্ডি নেটর নুরুজ্জামান, মুক্তাদীর,হামিদুর রহমান, ফারজানা মুলক তটিনি, সায়্যিদা লুনা,বুলবুল, এবং সার্বিক সহায়তায় ছিলেন সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের মানবিক বন্ধু লায়ন আব্দুল হান্নান এর “দিয়াবাড়ি পার্ল সিটি, উত্তরা”।
তীব্র তাপদাহে ক্লান্ত তৃষ্ণার্ত মানুষ বিনামূল্যে বিশুদ্ধ পানির শরবত পান করতে পারায় আয়োজক দের আন্তরিক দোয়া ও ধন্যবাদ জানান পথচারীরা ।