মন্ডলপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক,কৃতিসন্তান ও দাফন কমিটির সদস্য মরহুম মাসুদ রানার কুলখানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বাদ জুম্মা বাইতুল ইজ্জত জামে মসজিদে মন্ডল পাড়া এলাকাবাসী উদ্যোগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করাহয়।
এ উপলক্ষে বাদ ফজর কোরআনখানী বাদ জ্ম্মা মিলাদ ও দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন বায়তুল ইজ্জত জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আবদুল বাসেদ।
এসময় উপস্হিত ছিলেন মন্ডলপাড়া পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভা পতি আজমির হোসেন খন্দকার আকবর,
আরমান খন্দকার,মানিক খন্দকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য,গত বুধবার ১৫ মে ভোর ৫ টায় ঢাকায় শহীদ সোরওয়াদী হাসপাতাল মাসুদ রানা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।তিনি স্ত্রী পুএ ভাই বোন অসংখ্য গুনাকাঙ্খী রেখে যায়।