সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলাফত প্রতিষ্ঠায় মুসলিমদের এগিয়ে আসার আহবান জাকির খান কে আনা হয়নি আদালতে’ তার মুক্তির দাবীতে নগরীতে বিক্ষোভ  বন্দরে কুশিয়ারায় নিখোঁজের ৩ দিন পর নারীর লাশ উদ্ধার রৌদ্রছায়া সাহিত্য সম্মাননায় ভূষিত হলেন কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু  নগরীতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মুন্নার নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পূজা উদযাপন পরিষদ এর সাথে ফতুল্লা থানা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাশিপুর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে বিশাল শোডাউন বিশিষ্ট নারী নেত্রী শান্তাজ বেগমের মৃত্যুতে জেলা  মহিলা পরিষদের গভীর শোক ও শ্রদ্ধা  বন্দরে ৯ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি অন্য কিছু দ্বিতীয় দিনেও সার্ভেয়ারদের কর্মবিরতি, দাবি না মানলে লাগাতার কর্মসূচির ঘোষণা

প্যানেল মেয়র বাবু ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৩০ 🪪

নিজের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়ার-১ ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু । একই ঘটনায় তার ছেলে রায়হান করিম রিয়েনকেও অভিযুক্ত করা হয়।

শনিবার (১৮ই মে) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ নগরীর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এসময় তার সাথে তার ছেলে ও স্ত্রী উপস্থিত ছিলেন।

এসময় তার ও তার সন্তানের বিরুদ্ধে ওঠা ধর্ষণের ঘটনা ভিত্তিহীন দাবি করে বাবু বলেন, (গত ২রা মে) আমার কাছে ঢাকার এক সাংবাদিক ফোন করে বলে যে আমি ও আমার ছেলে নাকি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত। পরবর্তীতে দুইটি জাতীয় ও নারায়ণগঞ্জের স্থানীয় সময়ের নারায়ণগঞ্জে সংবাদটি প্রচার করা হয়। ঘটনাটি সত্য হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন, কোন সমস্যা নেই। কিন্তু ওই সংবাদে যাকে অভিযোগকারী বলা হয়েছে, তার সাথে যখন আমি, আমার স্ত্রী কথা বলেছি তখন সে বলে, সে এরকম কোন অভিযোগ করেননি। এমনকি সে তো আমার ছেলে রিয়েনকে ঠিক মতো চিনেও না।
এক্ষেত্রে আমার প্রশ্ন, যেহেতু এরকম কোন ঘটনাই ঘটেনি এবং কেউ কোন অভিযোগও করেনি; তাহলে এই সংবাদ কোন ভিত্তিতে প্রচার করা হলো।

তিনি আরও বলেন, আমি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। যেহেতু আমি জনগনের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি, তাই এইসকল বিষয়ে এবং এই হলুদ সাংবাদিকতায় আমি অত্বন্ত মর্মাহত। আমি আপনাদের কাছে এইর সুষ্ঠু বিচার চাই। আমি ডিবি প্রধান হারুন সাহেবের সাথেও এই বিষয়ে কথা বলবো। পাশাপাশি আইনগত যেই ব্যবস্থা নিতে হয় আমি নিবো।
তিনি আরও বলেন গণমাধ্যম হচ্ছে সমাজের আয়না, আমরা জনপ্রধিনিরা যে হেতু রাজনিতির সাথে জরিত ভুলত্রুটি হতে পারে, তার মানে এই না ছেলে ও বাবার সম্মান হানি করে সামাজিক ভাবে অস্সাম করা মটেও ঠিক হয়নি। কারন আপনাদেরও সন্তান আছে, আপনাদের কাছে এ বিচার দিয়ে গেলাম। আপনারা বিষয়টি নিয়ে গভীর ভাবে পর্যবেক্ষন করে দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে তথ্য উটঘাটন করে সত্য কে সমাজের কাছে তুলে ধরলে কৃতঞ্জ থাকবো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102